Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপির ১৬ নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৯, ৫:০৫ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে অভিযোগ করে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোন নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের সিদ্ধান্তের বাইরে কেউ এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশ নিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুশিয়ারিও দিয়েছে দলটি। এরপরও দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় ইতোমধ্যে ১১০ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই কারণে নতুন করে আরও ১৬ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি

বুধবার (১৩ মার্চ) দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি বাবু অশোক কুমার কুন্ডু, সহ-সাংগঠনিক সম্পাদক সালেহা বেগম, লোহাগড়া বিএনপিসাধারণ সম্পাদক আসাদুজ্জামান, পীরগাছা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ ফরহাদ হোসেন অনু, চাঁদপুর মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা, জুরী বিএনপির আজিবুন খানম, বড়লেখা মহিলা দলের আমেনা বেগম ডলি, বিএনপির প্রচার সম্পাদক মোঃ আবদুস কুদ্দস স্বপন, কিশোরগঞ্জ বিএনপির কামরুন্নার লুনা, কিশোরগঞ্জ মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক আসমা বেগম, তাড়াইল বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম, নিকলী মহিলা বিষয়ক সম্পাদক রেখা আখতার, ভৈরব যুবদলের সাধারণ সম্পাদক আল-মামুন, চাঁপাইনবাবগঞ্জ বিএনপির সহ-সভাপতি বাবর আলী বিশ্বাস, ভোলাহাট মহিলা দলের মোছাঃ রেশমাতুল আরজ রেখা ও মোছাঃ শাহনাজ খাতুনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বহিষ্কার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ