Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাসিরনগরে দুদকের পক্ষ থেকে সততা স্টোরের জন্য অর্থ বিতরণ

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৯, ৩:৫৪ পিএম

নাসিরনগরে ২টি শিক্ষা প্রতিষ্ঠানের সততা স্টোর স্থাপনের জন্য দুদকের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। এর আগে উপজেলার ৪টি বিদ্যালয়ে সততা স্টোর চালু করা হয়েছে। দূর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের মাঝে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি এবং গণসচেতনতা গড়ে তোলার লক্ষে দূর্নীতি দমন কমিশন এ উদ্যোগ নিয়েছে। বুধবার অফিসার্স ক্লাবে জেলা দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষের প্রতিনিধি একেএম আমিনুল ইসলাম ও ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান শেখের হাতে ৩০ হাজার করে টাকা তুলে দেন নাসিরনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির।এসময় কুমিল্লা জেলা দূর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আহমদ ফরহাদ হোসেন,সহকারী পরিদর্শক অমূল্য চন্দ্র দেবনাথ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকছুদুর রহমান,জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আরজু মিয়া, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম,সাধারণ সম্পাদক আকতার হোসেন ভুঁইয়া উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুদক

২৫ জানুয়ারি, ২০২৩
৪ জানুয়ারি, ২০২৩
২৮ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ