গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ডাকসুর পুনঃনির্বাচনের দাবিতে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে উপাচার্য ভবন যায় প্রগতিশীল বামজোট ও কোটা সংস্কারপন্থীসহ ডাকসু নির্বাচন বর্জনকারী সব প্যানেলের কর্মীরা।
বুধবার বেলা পৌনে ১টার দিকে সব প্যানেল এই কর্মসূচিতে অংশ নেয়। এর আগে বেলা সাড়ে ১২টা থেকে সবাই রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকে।
মিছিলটি রাজু ভাস্কর্য হয়ে মধুর ক্যান্টিন ঘুরে কলাভবন হয়ে ভিসির বাড়ির সামনে গিয়ে অবস্থান নেয়। ‘প্রহসনের নির্বাচন মানি না মানবো না’, ‘জেগেছে জেগেছে ছাত্র সমাজ জেগেছে’, ‘হামলা করে মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘ডাকসু রক্ষার দাবিতে গড়ে তুলি আন্দোলন’ এসব স্লোগান দিয়ে মিছিল এগোতে থাকে।
পরে ভিসি ভবনে না গিয়ে আন্দোলনকারীরা রেজিস্টার ভবনের নিচে গিয়ে অবস্থান নেয়।
সেখানে ছাত্র ইউনিয়নের লিটন নন্দী বলেন, আমরা ৫টি প্যানেল পুনঃনির্বাচন চাই। আমাদের কেউ শপথ করবে না। এই ডাকসু আমাদের না, আমরা নতুন করে তফসিল দিয়ে পুনঃনির্বাচন চাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।