Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট বুথসহ ৩ দোকানে চুরি

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৯, ৬:১৪ পিএম

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে অবস্থিত ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট বুথসহ তিনটি দোকানে দুধর্ষ চুরি হয়েছে। নগদ টাকাসহ চোরেরা আনুমানিক ৭ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। রোববার গভীর রাতে চোরেরা দোকানের তালা ভেঙ্গে নগদ ৪ লাখ ২৬ হাজার টাকা নিয়ে গেছে। এ সময় এজেন্ট মালিক মিরাজুল ইসলাম ইমরানের দোকান থেকে দুই লাখ টাকা মুল্যের ইলেক্ট্রিক তার, নিকটস্থ তুষার ইলেক্ট্রনিক থেকে দুইটি পানি তোলা মটর ও চাঁদ মোবাইলের দোকান থেকে নগদ ১৭ হাজার টাকা ও মোবাইল চুরি করে। মার্কেটে নৈশ প্রহরী থাকার পরও এ রকমের দুধর্ষ চুরির ঘটনা দোকানদারা রহস্য বলেই মনে করছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা ঝিনাইদহ সদর থানায় জিডি জিডি করেছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে। ডাকবাংলা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এসআই তৌহিদুর রহমান আমরা চোর চক্রকে ধরার জন্য চেষ্টা করছে। ইতিমধ্যে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট বুথ থেকে চুরি হওয়া সিন্দুকটি উদ্ধার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চুরি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ