বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টেকনাফে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৮ লাখ ৪০ হাজার পিচ ইয়াবার বিশাল চালান জব্দ করেছেন বলে জানাগেছে।
১০ মার্চ রবিবার সন্ধ্যার পর হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ওমর খাল এলাকা হতে ইয়াবার বিশাল এ চালানটি জব্দ করেন বিজিবি সদস্যরা।
জব্দ ইয়াবার আনুমানিক মূল্য পঁচিশ কোটি বিশ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কণের্ল মোঃ আছাদুদ-জামান চৌধুরী জানান, বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট নাফ নদী পার হয়ে দমদমিয়া ওমরখাল এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে এমন খবর ছিল।
এ সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের দমদমিয়া বিওপি সদস্যদের নিয়ে তিনি রাত সাড়ে ৮টার দিকে ওমরখাল এলাকায় অবস্থান করেন।
এসময় মিয়ানমার দিক হতে একটি নৌকা নাফ নদী পার হয়ে ওমরখালের নিকট আসতে থাকে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা খালের পার্শ্বে লাফ দিয়ে নেমে খুব দ্রুত দৌড়ে বেত বাগানের ভেতর দিয়ে পালিয়ে যায়।
পাচারকারীর কর্তৃক ফেলে যাওয়া নৌকাটি তল্লাশী করে ২৫,২০,০০,০০০/- (পঁচিশ কোটি বিশ লক্ষ) টাকা মূল্যমানের ৮,৪০,০০০ (আট লক্ষ চল্লিশ হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।
প্রসঙ্গত গত ১৬ ফেব্রুয়ারী টেকনাফে ১০২ ইয়াবা কারবারী আত্মসমর্পনের পর এটাই জব্দকৃত ইয়াবার সবচেয়ে বড় চালান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।