Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন করে নির্মিত হচ্ছে বেদের মেয়ে জোসনাসহ চার দর্শকপ্রিয় সিনেমা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

১৮৯ সালে মুক্তি পাওয়া বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা মরহুম তোজাম্মেল হক বকুল পরিচালিত বদের মেয়ে জোসনাসহ চারটি দর্শকপ্রিয় সিনেমা রিমেক করতে যাচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ। আধুনিক প্রযুক্তিতে সিনেমাটি নির্মাণ করা হবে। বলে জানান, বঙ্গ’র পরিচালক মুশফিকুর রহমান মঞ্জু। তিনি বলেন, বর্তমান সময়ের চাহিদাকে মাথায় রেখে বেদের মেয়ে জোসনা রিমেক হতে যাচ্ছে। শুধু বেদের মেয়ে জোসনা নয়, আরও ৪টি সিনেমা আমরা রিমেক করব। এগুলো হলো মনের মাঝে তুমি (২০০৩), মোল্লা বাড়ীর বউ (২০০৫), গাড়িয়াল ভাই এবং নসিমন। ইতোমধ্যেই সবগুলো সিনেমার মূল প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আইনগত বিষয়ে উভয় পক্ষের মধ্যে চুক্তির কাজও সম্পন্ন হয়েছে। সিনেমাগুলোর পুণঃনির্মাণের স্বত্ব পুরোপুরি কিনে নিয়েছি আমরা। মঞ্জু বলেন, বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা বেদের মেয়ে জোসনার পুণঃনির্মাণ বিষয়টি বঙ্গ বেশ গুরুত্বের সাথে নিয়েছে। বর্তমানে চিত্রনাট্যে কিছুটা এদিক সেদিক করা হচ্ছে। নির্মাণের ক্ষেত্রে বর্তমান সময়ের সকল আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। মূল চরিত্র নির্বাচনেও থাকবে বড় চমক। এ সিনেমাটি নির্মাণ করা একটি বড় চ্যালেঞ্জ। কারণ, সিনেমাটি এখনও দর্শক মনে দারুণভাবে জায়গা দখল করে রেখেছে। সময় বদলালেও এর আবেদন কমেনি। এখানেই আমাদের মূল চ্যালেঞ্জ। তিনি বলেন, বঙ্গ সবসময় মানুষকে সুস্থ বিনোদন দিতে চায়। নতুন সময়ের দর্শকদের সামনে নতুনভাবে তুলে ধরতে বঙ্গ সার্বিকভাবে প্রস্তুত। তিনি বলেন, আমরা ভীষণ আনন্দিত যে, বঙ্গের ব্যানারে প্রথম চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে বিখ্যাত সিনেমা বেদের মেয়ে জোসনা। নতুন বেদের মেয়ে জোনসায় কিছু ফ্যান্টাসি যোগ হবে। মেকিংয়ে থাকবে নতুনত্ব। বেদের মেয়ে জোসনা সিনেমায় অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ। তাদের সঙ্গে কথা হয়েছে। তারা এটাকে সাধুবাদ জানিয়েছেন। আমাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। সংবাদ সম্মেলনে তারা উপস্থিত থাকবেন বলেও জানিয়েছিলেন। আগামী একমাসের মধ্যে নির্মাতা ও শিল্পীদের নাম ঘোষণা করা হবে। আড়ম্বরপূর্ণ আয়োজনে করা হবে এর শুভ মহরত অনুষ্ঠান। চলতি বছরেই নতুন বেদের মেয়ে জোসনা মুক্তি দিতে চায় বঙ্গ। পর্যায়ক্রমে বাকি সিনেমাগুলোর নির্মাণ কাজ শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ