Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৯, ৮:৩৪ পিএম

কলম্বিয়ার মেটা প্রদেশে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন এয়ার ক্র্যাফটে থাকা অন্তত ১৪ আরোহী। শনিবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দেওয়া বিবৃতির বরাতে করা প্রতিবেদনে এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটেনভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি নিউজ।
প্রতিবেদনে বলা হয়, এ দিন স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে বেসরকারি মালিকানাধীন ডিসি-৩ এয়ার ক্র্যাফটটি দক্ষিণাঞ্চলীয় শহ স্যান জোস ডেল গুয়াভিয়ারে থেকে উড্ডয়নের কিছু সময় পর পার্শ্ববর্তী মেটা প্রদেশে আচমকা বিস্ফোরিত হয়। এ সময় বিমানে অন্তত ১২ জন আরোহী ছিলেন। ভয়াবহ এই দুর্ঘটনার ফলে আরোহীদের মধ্যে কেউই বেঁচে নেই।
এয়ার ট্রাফিক কনট্রোলের এক কর্মকর্তার বরাতে বিবিসি নিউজ জানায়, বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে কিছু কারিগরি ত্রুটির কারণে ডিসি-৩ এয়ার ক্র্যাফটটি স্থানীয় এয়ার ট্রাফিক কনট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা পরে স্যান কার্লোস দে গুয়ারোয়া মিউনিসিপালিটি থেকে এই বিমান বিধ্বস্তের খবর পাওয়া যায়।
উল্লেখ্য, দুর্ঘটনার সময় বিমানটি কলম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ শহ স্যান জোস ডেল গুয়াভিয়ারে থেকে মধ্যাঞ্চলীয় শহর ভিলাভিসেনসিওর দিকে যাচ্ছিল। যদিও এতে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিমান দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ