Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয়করণ প্রক্রিয়া দ্রুত হোক

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

আমি সদ্য জাতীয়করণকৃত একটি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। এ বিদ্যালয়টি গত ১৩.৭.২০১৭-এ জাতীয়করণের ঘোষণা করা হয় এবং ২৫.৪.২০১৭-এ ১৫২১নং দলিল মারফত সম্পাদন হয়। গত ১১.৪.২০১৮-এ বিদ্যালয়টি গেজেট হয় এবং ১৯.৪.২০১৮-এ গেজেট প্রকাশ করা হয়। আত্তীকরণের কাজ এখনও অসমাপ্ত। এর মধ্যে প্রায় তিন বছর অতিক্রান্ত হয়েছে। নিয়মের বেড়াজালে যদি সময়ক্ষেপণ করে আমাদের আত্তীকরণ করা না হয়, তাহলে স্ত্রী, সন্তান, আত্মীয়-স্বজন ও সমাজের কাছে ছোট ও হেয় করা হবে। প্রথম পরিদর্শনের দিন থেকেই যেন দেশের সব জাতীয়করণকৃত শিক্ষক-কর্মচারীকে আত্তীকরণের সুযোগ দেওয়া হয়। এই মানবিক দাবিটি সারাদেশের শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছি।
মো. ফজলুল করিম,
প্রধান শিক্ষক, আটোয়ারী সরকারি পাইলট
বালিকা উচ্চ বিদ্যালয়, পঞ্চগড়



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন