Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কয়েক শ’কোটি টাকার ফসলহানির শঙ্কা

দক্ষিণাঞ্চলে অতি বর্ষণ

নাছিম উল আলম | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

সাম্প্রতিক দু’দফার অতিবর্ষণে দক্ষিণাঞ্চলে উঠতি গোল আলু, মিষ্টি আলু, তরমুজ, মুগ ও খেসারি ডালসহ বিভিন্ন ধরনের রবি ফসল ঝুঁকির কবলে পড়েছে। ৫ লাখ দশ হাজার হেক্টর জমির রবি ফসলের প্রায় ৮০হাজার হেক্টর অতি বর্ষণে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমান এখনো নিরুপন না হলেও তা কয়েকশ’ কোটি টাকা ছাড়িয়ে যেতে পাড়ে বলে আশঙ্কা স্থানীয়দের।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-ডিএই জানা গেছে, গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি এবং ৪ ও ৫ মার্চের বৃষ্টিপাতে দক্ষিণাঞ্চলের মাঠে থাকা পাঁচ লক্ষাধিক হেক্টর জমির রবি ফসলের অন্তত ১৫ভাগ আক্রান্ত হয়েছে। নতুন করে আর বৃষ্টিপাত না হলে পরিস্থিতির অবনতি অনেকটাই এড়ানো সম্ভব হতে পারে বলেও মনে করছেন কৃষিবিদরা। কিন্তু আবহাওয়া বিভাগ আগামী সোমবার থেকে সারা দেশের সাথে দক্ষিণাঞ্চলেও আবার বৃষ্টিপাতের প্রবনতা বৃদ্ধির সম্ভবনার কথা জানিয়েছে। আবহাওয়া বিভাগ থেকে গতমাসে বরিশাল অঞ্চলে স্বাভাবিকের প্রায় ১৬৫ শতাংশ অতিরিক্ত বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। চলতি মার্চে বরিশালে অঞ্চলে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমান ৫৩ মিলিমিটার ধরা হলেও গত ৪ ও ৫মার্চ বরিশালে ১১মিলি বৃষ্টি হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের নির্দেশে ডিএই অতি বৃষ্টিজনিত ক্ষয়ক্ষতি নিরুপনের নির্দেশ দিয়েছে মাঠ কর্মীদের। সর্বশেষ প্রাপ্ত হিসেব অনুযায়ী দক্ষিণাঞ্চলের মাঠে থাকা প্রায় ১লাখ ৬৩ হাজার হেক্টর মুগ ডালের মধ্যে প্রায় ২৫ হাজার হেক্টর, ১ লাখ ১৪ হাজার হেক্টর খেসারি ডালের প্রায় ২৪ হাজার হেক্টর এবং ৩৫ হাজার হেক্টর জমিতে আবাদকৃত তরমুজের অন্তত ৬ হাজার হেক্টর অতি বৃষ্টিতে আক্রান্ত হয়েছে। জমিতে পানি জমে ক্ষতিগ্রস্থ হচ্ছে শাক-সবজি। এছাড়াও বিপুল পরিমান গোল আলু, মিষ্টি আলু, সয়াবিন ও চিনা বাদামসহ বিভিন্ন ধরনের উঠতি তেলবীজের জমিও এ বৃষ্টিপাতে পানি জমে গিয়ে ক্ষতিগ্রস্থ হবার আশঙ্কার মধ্যে রয়েছে।
২০১৭-এর এপ্রিলে অতিবর্ষণে দক্ষিণাঞ্চলের জেলাগুলোর মধ্যে ভোলাতে প্রায় ৭৭ হাজার হেক্টর, পটুয়াখালীতে প্রায় ৩৫ হাজার হেক্টর, বরগুনাতে পনের হাজার হেক্টর, বরিশালে প্রায় ২০ হাজার হেক্টর, পিরোজপুরে ২৭০ হেক্টর এবং ঝালকাঠিতে প্রায় ৩ হাজার হেক্টর জমির ফসল কমবেশি ক্ষতিগ্রস্থ হয়। ঐ বর্ষণে ক্ষতির মধ্যে মিষ্টি আলুর অবস্থানই ছিল শীর্ষে। ২০১৭-এর মার্চ ও এপ্রিলে বরিশালে স্বাভাবিকের চেয়ে যথাক্রমে ১৫২ শতাংশ ও ১৬০ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। চলতি মাসে আবহাওয়া বিভাগের দীর্ঘমেয়াদি বুলেটিনে দক্ষিণাঞ্চলসহ সারা দেশেই কয়েক দফা কালবৈশাখীসহ শিলা বৃষ্টির আশঙ্কার কথাও জানানো হয়েছে ।
এদিকে, কৃষি মন্ত্রণালয়ের নির্দেশে ডিএই’র মাঠকর্মীদের কৃষকদের সাথে নিবিড় যোগাযোগ রেখে আপতকালীন সময়ে সব ধরনের পরামর্শ প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। তবে দক্ষিণাঞ্চলে ডিএই’র মাঠ কর্মীদের প্রায় ৩৫ভাগ পদ শূন্য থাকার পাশাপাশি অনেক কর্মীই কর্মস্থলে অনুপস্থিত থাকায়ও এ সঙ্কট বাড়ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বর্ষণ

৫ জুলাই, ২০২১
৩ অক্টোবর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ