Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৌদ্দগ্রামে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৯, ১২:০৯ এএম

কুমিল্লার চৌদ্দগ্রামে টাকা আত্মসাতের অভিযোগ চার মামলায় আট বছরের সাজাপ্রাপ্ত প্রিভেইল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একরামুল হক মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি উপজেলার শুভপুর ইউনিয়নের কৈয়ারধারী গ্রামের মৃত আলী আশ্রাফ মজুমদারের ছেলে। তাঁর বিরুদ্ধে চারটি সিআর সাজা পরোয়ানা, দশটি সিআর পরোয়ানা ও একটি জিআর পরোয়ানাসহ মোট ১৫টি মামলা রয়েছে।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই আবদুস সালাম জানান, আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হওয়ার পর দীর্ঘদিন একরামুল হক মজুমদার পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গত বুধবার রাতে ঢাকার মালিবাগ থেকে সিআইডি পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়।
ভুক্তভোগী গ্রাহকরা অভিযোগ করে জানান, একরামুল হক মজুমদার ইসলামী শরিয়াভিত্তিক পরিচালনার কথা বলে ২০০৬ সাল থেকে প্রিভেইল কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড নামের আর্থিক প্রতিষ্ঠানের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকার হাকিম প্লাজার দ্বিতীয় তলায় প্রধান কার্যালয় খোলে। এছাড়া ঢাকা পুরানা পল্টনে ৫৫/বি-নোয়াখালী টাওয়ার, চট্টগ্রামের পাঁচলাইশের ৬নং মুরাদপুরের মদিনা মার্কেটের ৩য় তলায় ও কক্সবাজার, কুমিল্লার চৌদ্দগ্রাম, বরুড়া, নাঙ্গলকোট, বাঙ্গড্ডা, দেবিদ্বার, লাকসাম, নগরীর কান্দিরপাড়, মোগলটুলীসহ দেশের বিভিন্ন স্থানে প্রিভেইল গ্রুপের অর্ধশত শাখা অফিস খোলে। এসব অফিসে দালালের মাধ্যমে প্রতিমাসে প্রতিলাখে ২ থেকে আড়াই হাজার টাকা মুনাফা এবং চাহিবা মাত্র আসল টাকা ফেরত দেয়ার অঙ্গীকারে শত শত মানুষকে প্রলুব্ধ করে অর্থ সংগ্রহ করে। এছাড়া জমাকৃত টাকায় স্বল্প মেয়াদে দ্বিগুণ-তিনগুণ মুনাফা দেয়াসহ কিস্তিতে ফ্ল্যাট, জমি দেয়ার নামে বিভিন্ন প্রচার মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে ব্যাপক প্রচারণা চালিয়ে হাজার কোটি টাকা আমানত সংগ্রহ করে। গত ছয় বছর আগে থেকে প্রতিষ্ঠানের গ্রাহকদের জমা টাকা বা লভ্যাংশ না দিয়ে কৌশলে তাদের কার্যক্রম গুটিয়ে নেয়। ক্রমান্বয়ে সব অফিসে তালা লাগিয়ে একপর্যায়ে নগরীর বাসাবাড়ি ছেড়ে গা ঢাকা দেয় প্রতিষ্ঠানটির পরিচালকসহ কর্মকর্তারা। কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোডের প্রধান কার্যালয়সহ সব কার্যালয়ে তালা ঝুলতে দেখা গেছে। কোনো কোনো স্থানে অফিস বন্ধ করে সাইনবোর্ডও খুলে ফেলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ