Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষিত হয়েছিলেন মার্কিন সিনেটর

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৯, ১২:০৯ এএম

বিমান বাহিনীতে থাকাকালে ‘ঊর্ধ্বতন এক কর্মকর্তা তাকে লুণ্ঠন করে ধর্ষণ করেছিলেন’ বলে সহকর্মীদের জানিয়েছেন এক মার্কিন সিনেটর। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে যৌন নিপীড়ন বিষয়ক এক শুনানিতে সিনেটর মার্থা ম্যাকস্যালি এসব কথা বলেন। সিনেটর ম্যাকস্যালি যুদ্ধে যোগ দেওয়া মার্কিন যুদ্ধবিমানের প্রথম নারী পাইলট ছিলেন। অ্যারিজোনা অঙ্গরাজ্যের এ রিপাবলিকান নেত্রী জানান, লজ্জিত ও বিভ্রান্তবোধ করায় এবং পদ্ধতির ওপর অবিশ্বাসের কারণে ধর্ষণের ঘটনা নিয়ে অভিযোগ করেননি তিনি। বুধবার সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক সাবকমিটির ওই শুনানিকালে ম্যাকস্যালি বলেন, “অনেক বছর ধরে আমি চুপ করে ছিলাম। কিন্তু সামরিক বাহিনী এই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় এবং সেখানে এসব ঘটনায় যথেষ্ট প্রতিক্রিয়া না হওয়ায় পরবর্তীতে আমি অনুভব করলাম কিছু লোককে জানানো দরকার যে আমিও নিপীড়িত হয়েছিলাম। “সাধারণভাবে আমার অভিজ্ঞতা শেয়ার করা হলে তা কিভাবে দেখা হবে তা নিয়ে আতঙ্কিত ছিলাম আমি। হতাশায় ১৮ বছর বয়সে বিমান বাহিনীর চাকরি থেকে প্রায় বিচ্যুত হয়ে পড়েছিলাম।” ম্যাকস্যালির এই সাক্ষ্যে তিনি ‘ভীষণভাবে তাড়িত’ হয়েছেন বলে মন্তব্য করেছেন কমিটির শীর্ষ পর্যায়ের ডেমোক্রেট সিনেটর ক্রিস্টেন জিলিব্রান্ড। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের পুরো সামরিক বাহিনীজুড়ে যৌন নিপীড়নের ঘটনা প্রায় ১০ শতাংশ বেড়ে গিয়েছিল। মার্কিন বিমান বাহিনীতে ২৬ বছর চাকরি করেছেন ম্যাকস্যালি। ২০১০ সালে অবসর নেওয়ার আগে কর্নেল ছিলেন তিনি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ