Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যক্তিজীবনের আর কিছু কাউকে জানাতে চাই না-তাহসান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৯, ১২:১০ এএম

সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন করে বিয়ের কোনো চিন্তা করছেন কিনা এমন প্রশ্নের জবাবে অনেকটা বিব্রত হয়ে বলেন, আমার শিক্ষা হয়ে গেছে। ব্যক্তিজীবনের আর কিছু আমি কাউকে জানাতে চাই না। একবার জানিয়ে দেখেছি, মানুষ আমার ব্যক্তিগত জীবনকে তার ব্যক্তিগত জীবন মনে করে। আমি সেটা হতে দিতে পারি না। মিথিলার সঙ্গে বিচ্ছেদের সময়ে গণমাধ্যমের বাড়াবাড়ি নিয়ে বেশ বিরক্তি প্রকাশ করেন তিনি। বলেন, শুধু ভক্ত না। ভক্তের বাইরেও অনেকে আমার ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছে, যেটা আমার ভালো লাগেনি। বিয়ে নিয়ে কথা বললে ব্যবসায়ীদের অনেক সুবিধা হয়। যত বেশি গসিপ বানাতে পারবে, ততই ব্যবসা হবে। তিনি বলেন, ডিভোর্সের সময়টাতে আমি তা হাড়ে হাড়ে টের পেয়েছি। সবাই তো আর ভালো সাংবাদিকতা করেন না। ফলে ব্যক্তিজীবন নিয়ে আমি আর কথা বলার সুযোগটা কাউকে দিতে চাই না।



 

Show all comments
  • md uzzal khan ৮ মার্চ, ২০১৯, ২:২১ এএম says : 0
    Right vaiya, I like you.
    Total Reply(0) Reply
  • মোঃ জাকিরুল ইসলাম ৮ মার্চ, ২০১৯, ২:৫৭ এএম says : 0
    বস আমার ঠিক কথাই বলেছে। ব্যাক্তিগত জীবনের প্রশ্ন করতে অনেকেই মজা পায়। অনেকে সাংবাদিকথার সুযোগ নিয়ে অপ্রাসঙ্গিক প্রশ্ন করে মিডিয়ায় সবার সামনে লজ্জা দেয়। এটা ঠিক না কারণ, মানুষের জীবনে এরকম পরিস্থিতি আসতেই পারে তাই বলে সেটার সুযোগ নেবে সবাই, তা কি করে হয়? আমার বস যা বলেছে তা ঠিকই বলেছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাহসান

২০ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ