Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ডুফা প্রিমিয়ার লিগ

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান ওয়ালটন গ্রæপের পৃষ্ঠপোষকতায় আগামীকাল অনুষ্ঠিত হবে দিনব্যাপী সিক্স-এ সাইড ক্রিকেট টুর্ণামেন্ট ডুফা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে অনুষ্ঠিতব্য টুর্ণামেন্টে ৬টি দল অংশ নিচ্ছে। এগুলো হচ্ছে- বনশ্রী এভেঞ্জার্স, রমনা রাইডার্স, উত্তরা লায়নস, মিরপুর টাইগার্স, খিলগাঁও ডাইনামাইটস এবং শের-এ মোহাম্মদপুর। দলগুলো দু’গ্রপে ভাগ হয়ে রাউন্ড –রবিন লিগ পদ্ধতিতে খেলবে। কাল সকাল ৮টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়। এসময় বিশেষ অতিথি থাকবেন জগন্নাথ হলের প্রভোষ্ট অধ্যাপক ড. অসীম কুমার সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৫-৯৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সংগঠন ডুফা ইতোমধ্যে নানাবিধ সামাজিক সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতামূলক কাজ করে প্রশংসিত হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার তারা আয়োজন করছে সিক্স-এ সাইড ক্রিকেট টুর্ণামেন্ট। ওয়ালটন ছাড়াও ডুফা’র এ আয়োজনে বিশেষভাবে সহযোগিতা করছে ঈগলু, ড্যানিশ, মিস্টার নুডুলস টেস্টি ট্রিট, অরভিল এগ্রো ক্যামিক্যালস লিমিটেড, জেড এন্ড কে ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং হেলথ পার্টনার অলওয়েল বিডি লিমিটেড ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ