Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই নাঈমের পর সাব্বিরের শতক

ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড ও লিজেন্ড অব রূপগঞ্জ। সাভারে অনুষ্ঠেয় রানবন্যার ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ২৩ রানে হারায় রূপগঞ্জ। ফতুল্লায় প্রথম ম্যাচে চমক দেওয়া উত্তরা স্পোর্টিং ক্লাবকে ১৮৯ রানের বিশাল ব্যবধানে হারায় আবাহনী। মিরপুরে অনুষ্ঠেয় দিনের অন্য ম্যাচে শেখ জামালকে ৭ উইকেটে হারিয়ে প্রথম ম্যাচ হারের পর ঘুরে দাঁড়িয়েছে ব্রাদার্স ইউনিয়ান।
সাভারে রান উৎসবের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দুই নাঈমের শতকে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ৩৫৭ রান তোলে রূপগঞ্জ। মোহাম্মদ নাঈম অরফে ছোট নাঈম করেন ১২২, আর অধিনায়ক নাঈম ইসলাম অরফে সিনিংর নাঈম করেন ১০৮। এছাড়াও আজমির আহমেদ ৪৮, রিশি ধাওয়ান ৩২, মুক্তার আলী ১৩ ও আসিফ আহমেদ ১১ রান করেন।
৩৫৮ রানের বিশাল লক্ষ্যে ৬ বল বাকি থাকতে ৩৩৪ রানে থেমে যায় শাইনপুকুরের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ১০০ রানের ইনিংস খেলেন সাব্বির হোসেন। তৌহিদ হৃদয় করেন ৮৩ রান। ম্যাচসেরার পুরস্কার আসে মোহাম্মদ নাঈমের হাতে
এদিকে মিরপুরে ওপেনার মিজানুর রহমান মিজানের ৭১ বলে ৭১ ও চিরাগ জনির অপরাজিত ৫০ রানে ভর করে নুরল হাসান সোহানদের দেয়া ১৮১ রানের লক্ষ্য ব্রাদার্স ছুঁয়ে ফেলে ৩৬.৫ ওভারে মাত্র ৩ উইকেটের খরচায়।
আর ফতুল্লার ম্যাচে উত্তরাকে শ্রেফ উড়িয়ে দেয় আবাহনী। টসজয়ী দলটি নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৫ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেন নাজমুল হোসেন শান্ত। এছাড়াও জহুরুল ইসলাম ৪৫ ও অধিনায়ক মোসাদ্দেক হোসেনের ৬৪ রানের পর ৩৫ বলে অপরাজিত ৬১ রানের ঝড় তোলেন সাব্বির রহমান।
আবাহনীর দেওয়া ২৮৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৩ ওভারে ৯৬ রান তুলতেই গুটিয়ে যায় উত্তরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান তোলেন শাখির হোসেন। আবাহনীর হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রুবেল হোসেন। ম্যাচসেরার পুরস্কার আসে সাব্বির রহমানের হাতে।

সং ক্ষি প্ত স্কো র
শেখ জামাল-ব্রাদার্স ইউ., মিরপুর
শেখ জামাল : ৪৭.৫ ওভারে ১৮০ (ইমতিয়াজ ০, হাসান ৬, রাকিন ৩৪, নাসির ৭, তানবীর ৩২, সোহান ১৬, জিয়া ১২, সানি ৪২, শহিদুল ১০, শাকিল ১৫, আফ্রিদি ১*; শরীফ ২/৩৫, মেহেদি ৩/২৫, নাঈম জুনিয়র ০/২৪, জানি ০/২০, শরিফউল্লার ১/৪১, শাখাওয়াত ৩/৩৫)। ব্রাদার্স ইউ. : ৩৬.৫ ওভারে ১৮৩/৩ (মিজানুর ৭১, জুনায়েদ ৮, হামিদুল ১৯, জানি ৫০*, ইয়াসির ৩২*; শহিদুল ২/৩০, শাকিল ০/৩২, জিয়া ০/২৫, আফ্রিদি ০/৩০, তানবীন ১/৫১, নাসির ০/১৫)। ফল : ব্রাদার্স ইউনিয়ন ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা : মিজানুর রহমান।

আবাহনী-উত্তরা, ফতুল্লা
আবাহনী : ৫০ ওভারে ২৮৫/৬ (জহুরুল ৪৫, সিলভা ১০, শান্ত ৮৩, মোসাদ্দেক ৬৪, সাব্বির ৬১*, সাইফ ৪, সানজামুল ০, জাভেদ ৪*; নাহিদ ৩/৭০, রশিদ ১/৩৬, পায়েল ০/৬০, আনিসুল ০/১১, রাজা ০/৫৪, সাজ্জাদ ০/১৪, মোহাইমিনুল ১/৩৭)। উত্তরা : ৩৩ ওভারে ৯৬ (তানজিদ ১, আনিসুল ১৬, সজিব ১, মিনহাজ ০, মোহাইমিনুল ১৬, রাজা ১৫, শাকির ২৪, সাজ্জাদ ০, রশিদ ১২*, নাহিদ ০, পায়েল ২; সাইফ ১/২৩, রুবেল ৩/১৬, নাজমুল ১/১৯, আরিফুল ২/১৪, সানজামুল ১/১৮, সাব্বির ২/৪)। ফল : আবাহনী ১৮৯ রানে জয়ী। ম্যাচসেরা : সাব্বির রহমান

রূপগঞ্জ-শাইনপুকুর, সাভার
রূপগঞ্জ : ৫০ ওভারে ৩৫৭/৭ (আজমির ৪৮, মোহাম্মদ নাঈম ১২২, নাঈম ইসলাম ১০৮, থাওয়ান ৩২, আসিফ আহমেদ ১১, জাকের ৯, মুক্তার ১৩, শাহরিয়ার ২*, শহিদ ২*; সুজন ২/৭৫, দেলোয়ার ২/৬৭, শুভাগত ০/৩০, হামিদুল ২/৪৫, আফিফ ০৩৩, শুভ ০/৪৪, সাব্বির ১/৩৭, টিপু ০/২৬)। শাইনপুকুর : ৪৯ ওভারে ৩৩৪ (উদয় ২৯, সাব্বির ১০০, আফিফ ১৫, হৃদয় ৮৩, শুভাগত ৫, ধীমান ১৩, শুভ ৩৪, দেলোয়ার ১৮, সুজন ২২, হামিদুল ৩, টিপু ০*; শহিদ ১/৮৬, নাবিল ৩/৫১, ধাওয়ান ১/৬৬, আসিফ হাসান ২/৬৬, মুক্তার ১/৫৯)। ফল : লিজেন্ডস অব রূপগঞ্জ ২৩ রানে জয়ী।
ম্যাচসেরা : মোহাম্মদ নাঈম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ