বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল আগামী ১৪ মার্চ রাউজানে আসছেন। ওইদিন তিনি রাউজান হাইওয়ে থানা, রাউজান থানা ভবন পরিদর্শন করবেন। রাউজান উপজেলা পরিষদ হলে উপজেলা পরিষদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। পরে রাউজান একেএম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়াম হলে মাদকবিরোধী সেমিনারে বক্তব্য রাখবেন। পরে তিনি পূর্ব গুজরা ইউনিয়ন, আ.লীগের নবনির্মিত কার্যালয় ও পূর্ব গুজরা পুলিশ তদন্ত ফাঁড়ি ভবন উদ্বোধন করবেন। একইদিন তিনি পাহাড়তলী এলাকায় ফায়ার স্টেশন, সহকারী পুলিশ সুপারের কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর প্রদান করবেন। শেষে নোয়াপাড়ায় দক্ষিণ রাউজান থানা ভবনের ভিত্তিপ্রস্তর প্রদান ও নোয়াপাড়া পুলিশ ফাঁড়ি, শেখ কামাল অডিটোরিয়াম কমপে¬ক্স ভবন পরিদর্শন করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামালের রাউজান আগমন উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিসভা উপজেলা পরিষদ হলে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজার সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার বাবুল,উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ,মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা,ওসি কেপায়েত উল্লাহ, হাইওয়ে থানার ওসি জহির উদ্দিন, পৌরসভার ২য় প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ,চেয়ারম্যান দিদারুল আলম,আব্বাস উদ্দিন আহমেদ,সেরোয়ার্দী সিকদার,নুরুল আবছার বাশি,বিএম জসিম উদ্দিন হিরু,সুকুমার বড়–য়া,রোকন উদ্দিন,পৌর কাউন্সিলর জানে আলম জনি, মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি,জেবুন্নেছা, নাসিমা আকতার। একই সভায় ৭ মার্চ ভাষণ দিবস, ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও ১০ মার্চ জাতীয় দুর্যোগ দিবস পালনের জন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।