বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
র্যাব-০৮ বরিশালের একটি টীম মঙ্গলবার রাতে গৌরনদী উপজেলার টরকী বন্দর এলাকায় অভিযান চালিয়ে ২০৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ সাড়ে তিন লাখ টাকাসহ মহরজান বেগম (৪৮) নামে এক নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া মহরজান বেগম গৌরনদীর কুখ্যাত মাদক সম্ররাট হীরা মাঝির শাশুড়ি ও পার্শ্ববর্তি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার মিনহাজদী গ্রামের আলমগীর সরদারের স্ত্রী। সে গৌরনদী উপজেলার টরকী বন্দর সংলগ্ন বন্দর বর্নিক সমিতির আবাসিক এলাকার ইতালী প্রবাসী মোঃ সরোয়ার আলম সরদারের বাড়ির ভাড়াটিয়া।
নারী মাদক বিক্রেতা মহরজান বেগমকে গ্রেফতার অভিযানের নেতৃত্বদানকারী র্যাবের ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ারসহ বরিশাল র্যাব-০৮এর সদস্যরা গতকাল বুধবার দুপুর ১২টার দিকে তাকে গৌরনদী মডেল থানায় সোপর্দ করে। এর পরপরই থানা পুলিশ ইয়াবা ও নগদ টাকাসহ ওই নারী মাদক বিক্রেতাকে গ্রেফতারের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করে।
গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মোঃ মাহাবুবুর রহমান জানান, গোপন সুত্রে খবর পেয়ে বরিশাল র্যাব-০৮ এর একটি টীম মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ওই বড়িতে অভিযান চালায়। এ সময় র্যাব সদস্যরা ওই বাড়ির একটি ফ্লাট বাসায় তল্লাশী চালিয়ে ২০৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩ লাখ ৪ হাজার ৪শত ৮৫ টাকা উদ্ধার ও বাসার ভাড়াটিয়া মহরজান বেগমকে গ্রেফতার করে।
এ ঘটনায় বরিশাল র্যাব-০৮এর ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গৌরনদী মডেল থানায় একটি মামলা করেছেন। পুলিশ গ্রেফতারকৃত মহরজান বেগমকে বরিশাল আদালতে সোপর্দ করলে আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।