Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় খুন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৯, ৩:১২ পিএম

নগরীর কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় ইয়াবা সেবনে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে এক যুবককেক হত্যা করা হয়েছে। নিহত আজগর আলী (৩০) ওই এলাকার মোহাম্মদ সালেহর পুত্র। মঙ্গলবার গভীর রাতে শিকলবাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আজম আলীর পুকুর পাড়ে এ খুনের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানান কর্ণফুলী থানার এসআই মোহাম্মদ হোসেন। তিনি বলেন, রাত সাড়ে এগারটার দিকে আজম আলীর পুকুর পাড়ে একটি টং ঘরে স্থানীয় তিন যুবককে ইয়াবা সেবন করতে দেখে বাধা দেন আজগর।
এ সময় ওই যুবকদের সাথে আজগরের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
এক পর্যায়ে তাদের একজন আজগরকে ছুরিকাঘাত করে। হাসপাতালে নেওয়ার পথেই আজগর আলী মারা যান। এব্যাপারে থানায় মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

২৪ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ