বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
২ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় শিবচরে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া এখন সময়ের ব্যাপার । গতকাল চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত সামসুদ্দিন খান ও ভাইস চেয়ারম্যান পদে আতাহার হোসেন বেপারিই রয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, ৩ মার্চ যাচাই বাছাইয়ে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী সামসুদ্দিন খান, মোসলেমউদ্দিন খান ও ভাইস চেয়ারম্যান পদে আতাহার হোসেন বেপারি ও তোফাজ্জেল হোসেন খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়। দুপুরে জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আজহারুল ইসলামের কাছে গিয়ে চেয়ারম্যান প্রার্থী মোসলেমউদ্দিন খান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জেল হোসেন খান প্রার্থীতা প্রত্যাহার করে নেন। ফলে একক প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত সামসুদ্দিন খান ও ভাইস চেয়ারম্যান পদে আতাহার হোসেন বেপারি বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হওয়া এখন সময়ের ব্যাপার।
জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম বলেন, ২ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত সামসুদ্দিন খান ও ভাইস চেয়ারম্যান পদে আতাহার হোসেন বেপারি রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।