Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালকিনিতে মেয়রের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলো প্রশাসন

মাদারীপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

মাদারীপুরের কালকিনিতে সরকারী জায়গায় মেয়রের ব্যাক্তিগতভাবে নির্মিত অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। গতকাল (মঙ্গলবার) দুপুরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তানজিলের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। প্রশাসন সূত্রে জানাগেছে, পৌর এলাকার ভুরঘাটা বাসস্ট্যান্ডের প্রশিকা অফিসের সামনে সড়ক বিভাগের জমি দখল করে ব্যক্তিগতভাবে একটি মার্কেট নির্মাণ করেন পৌর মেয়র এনায়েত হোসেন। সেখানে প্রায় ২০টির মত দোকান গড়ে তোলেন মেয়র। কিন্তু তাকে সড়ক বিভাগ থেকে এ বিষয় নোটিশ প্রদান করলেও তিনি তা উপেক্ষা করে নির্মাণ কাজ চালিয়ে যান। পরে জেলা সড়ক বিভাগের অভিযোগের ভিত্তিতে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তানজিলের নেতৃত্বে অবৈধ স্থাপনা ভেকু দিয়ে গুড়িয়ে দিয়ে জমি দখল মুক্ত করা হয়।
এ বিষয়ে মেয়র এনায়েত হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কালকিনি

৭ এপ্রিল, ২০১৭
৮ নভেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ