Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মোহামেডানের বিশাল জয়

প্রকাশের সময় : ১৭ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার হকি লিগে বিশাল জয় পেয়েছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। লিগের অন্য ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবও জিতেছে। গতকাল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ওয়ান্ডারার্স ৭-৪ গোলে হারায় সোনালী ব্যাংক কে। বিজয়ীদের পক্ষে বিশাল ও সারোয়ার দু’টি করে এবং আল নাহিয়ান শুভ, হোসনে মোবারক মো: সজিব একটি করে গোল করেন। সোনালী ব্যাংকের হয়ে রকি তিনটি ও ইরফান একটি গোল করেন। দিনের দ্বিতীয় খেলায় মোহামেডানের সামনে দাঁড়াতেই পারেনি আজাদ স্পোর্টিং ক্লাব। যেন গোল উৎসবে মেতেছিলো সাদাকালোরা। ম্যাচে মোহামেডান এক চেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলে ১২-০ গোলে হারায় আজাদকে। মোহামেডানের হয়ে তাসভার আব্বাস ৪টি, ওমর ভুট্টা ৩টি এবং শহিদুল্লাহ টিটু, ইমরান হাসান, কামরুজ্জামান, সালমান সাদিক ও মো: শাকিল একটি করে গোল করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোহামেডানের বিশাল জয়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ