Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোহামেডানের বিশাল জয়

প্রকাশের সময় : ৫ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে গুলশান ইয়াং ক্লাবের বিপক্ষে ১২০ রানের বড় ব্যবধানের জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিকেএসপির ৪ নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাট করে মোহামেডান। নির্ধারীত ৪০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে সালমা খাতুনের দল। সর্বোচ্চ ৫২ রান করেন ফরজানা হক, অধিনায়ক সালমার ব্যাট থেকে আসে ৪০ রান। চম্পা চাকমা নেন ২ উইকেট। জবাবে ৩৪.৫ ওভারে মাত্র ৭৮ রানেই গুটিয়ে যায় গুলশান ইয়াং ক্লাব। তিথি তাহিরা নেন ৪ উইকেট।
সালাউদ্দিনকে বিআরটিসির শুভেচ্ছা
স্পোর্টস রিপোর্টার : বহুল আলোচিত বাফুফে নির্বাচনে ‘বাঁচাও ফুটবল পরিষদে’র কামরুল আশরাফ খান পোটনকে ৩৩ ভোটে হারিয়ে টানা তৃতীয়বারের মত সভাপতি নির্বাচিত হন কাজী সালাউদ্দিন। শুধু এই ফুটবল কিংবদন্তিই নয় নিরঙ্কুষ বিজয় পায় তার ‘সম্মিলিত পরিষদ’ই। বিশাল এই বিজয়ে অভিনন্দনের জোয়ারে ভাসছেন সালাউদ্দিন প্যানেল। একে একে অভিনন্দন জানিয়েছে, জানাচ্ছে বিভিন্ন ক্রীড়া সংগঠন। গতকাল জানালো বি,আর,টি,সি স্পোর্টস ক্লাব।
প্রিমিয়ার বিভাগ ভলিবল আজ
স্পোর্টস রিপোর্টার : ন্যাশনাল ব্যাংক ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগ আজ শুরু হচ্ছে। লিগে দশটি ক্লাব অংশ নিচ্ছে। ক্লাবগুলো হলো- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তিতাস ক্লাব, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ এসি, ওয়ারী ক্লাব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঢাকা সবুজ, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, আজাদ স্পোর্টিং ক্লাব ও ইস্ট অ্যান্ড বয়েজ। ঢাকা ভলিবল স্টেডিয়ামে বেলা চারটায় লীগের উদ্বোধন করবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এএফএম শরিফুল ইসলাম। উদ্বোধনী খেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ইস্ট অ্যান্ড ক্লাব মুখোমুখি হবে।
বক্সিংয়ের নতুন সভাপতি জেনারেল আজিজ
স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব সিরাজুছ ছালেকীনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনপত্রের মাধ্যমে এই নিয়োগ দেয়া হয়। এর আগে বক্সিং ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. খন্দকার শওকত হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোহামেডানের বিশাল জয়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ