Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওসমানীনগরে জনতার হাতে চোর আটক

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৯, ৬:০৬ পিএম

সিলেটের ওসমানীনগরে গরু চুরির সময় হাতেনাতে আটকের পর গণধোলাই দিয়ে শাহাব উদ্দীন নামের এক চোরকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সে বিশ্বনাথ উপজেলা সৎপুর গ্রামের মৃত কুতুব উদ্দীনের ছেলে। রবিবার রাতে নিজ কুরুয়া পূর্ব পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃতের কাছ থেকে তথ্য নিয়ে বালাগঞ্জ উপজেলার সিরাজপুর গ্রামের আকবুল আলী ও একই এলাকার দবিরুল ইসলামকে কুরুয়া এলাকা থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
জানা যায়, রবিবার গভীর রাতে কুরুয়ার শিপন বিশ্বাসের বাড়িতে গরু চুরি করতে যায় শাহাব উদ্দিন। কিন্তু গরু বাইরে নিয়ে আসার পর বাড়ির লোকজন জেগে উঠলে সে পালিয়ে যেতে ব্যর্থ হয়।
বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ওসি এমএম আল মামুন বলেন, শাহাব উদ্দীন একজন ডাকাত। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। স্থানীয় জনতা গরু চুরির সময় তাকে আটক করে গণধোলাই দিয়ে আমাদের কাছে সোপর্দ করে। তার দেয়া তথ্য মতে আরো দুই চোরকে আটক করতে সক্ষম হই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চোর আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ