Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার মার্কিনসহ নিহত ৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৯, ২:৫৬ পিএম

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট ও চার মার্কিন নাগরিক নিহত হয়েছেন।

কেনিয়ার উত্তরপশ্চিমাঞ্চলের টুরকানা হ্রদের একটি প্রত্যন্ত দ্বীপে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে সোমবার জানিয়েছে কেনিয় পুলিশ, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

রোববার স্থানীয় সময় রাত ৮টার দিকে সেন্ট্রাল আইল্যান্ড ন্যাশনাল পার্কে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় আর তাতে সব আরোহীর মৃত্যু হয় বলে জানিয়েছে তারা।

শেষ খবর পাওয়া পর্যন্ত হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ নিশ্চিত হয়নি।

কেনিয়ার জাতীয় পুলিশ বিভাগ তাদের টুইটার ফিডে বলেছে, “পাওয়া তথ্যগুলো থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সকালে ন্যাশনাল পার্কের দ্বীপের লাবোলো তাঁবুতে দুটি হেলিকপ্টার নেমেছিল, এর মধ্যে একটি নিরাপদে ওই এলাকা ছেড়ে আসতে পেরেছে।”

পুলিশ নিহতদের পরিচয় প্রকাশ করেনি, প্রথমে আত্মীয়-স্বজনদের জানানো হবে বলে জানিয়েছে তারা।

এ ঘটনার এক মাসেরও কম সময় আগে কেনিয়ার পশ্চিমাঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হয়ে তিন মার্কিন নাগরিকসহ পাঁচ জন নিহত হয়েছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ