রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকার দাবী এনজিওগুলো তোয়াক্কা না করায় “অধিকার বাস্তবায়ন কমিটি উখিয়ার” উদ্যোগে ৪ মার্চ সোমবার সকাল থেকে শান্তিপূর্ণ অবস্থান ও প্রতিরোধ কর্মসূচী পালিত হয়েছে।
এসময় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের কোটবাজার চৌরাস্তার মাথায় কাপনের কাপড় পরে অবস্থান নেন চাকরি বঞ্চিত শত শত বেকার যুবকরা। তাদের সমর্থনে উখিয়ার হাজার হাজার জনতাও রাস্তায় শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করেন। কর্মসূচি পালনকালে রাস্তার ধারে হাজার হাজার যানবাহন আটকে পড়ে।
এদিকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ বাধাপ্রধানের চেষ্টা করলে মৃধু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ও ঘটে। পরে উপজেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের আশ্বাসের ভিত্তিতে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়ে শান্তিপূর্ণ অবস্থান স্থগিত করার ঘোষনা করা হয়।