Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় গুলিবিদ্ধ অবস্থায় ২জন গ্রেপ্তার, ৪ পুলিশ আহত

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৯, ৫:৩২ পিএম

পাবনায় দুইদল সন্ত্রাসীর মধ্যে গুলিবিনিময়কালে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ ২জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। পুলিশের দাবি, রবিবার দিবাগত রাত ১টার দিকে সদর থানার রাজাপুরে ক্যালিকো কটন মিলস্ এলাকায় সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হচ্ছে এই গোপন খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। 

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি দেলোয়ার হোসেন জানান, পাবনা-ঢাকা মহাসড়কের পাশে রাজাপুর ক্যালিকো কটন মিলস এলাকার দক্ষিণ পাশে দুই দল সন্ত্রাসীর মধ্যে গুলিবিনিময়ের খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি করে। পুলিশ ৯ রাউন্ড গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ তুহিনকে গুলিবিদ্ধ অবস্থায় বিদেশী একটি রিভলবার ও কাইল্যা সুমনকে চাপাতি, চাকু ও ছোড়াসহ ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে। গুলিবিদ্ধ তুহিনকে পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় পুলিশের ৪ কনস্টেবল আনিছুর রহমান, ফজলে রাব্বি, রোকনুজ্জামান ও জমির উদ্দিন আহত হয়েছেন। তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক জানান, এ ঘটনায় সরকারি কাজে বাধা, পুলিশের উপর আক্রমণসহ অবৈধ রিভলবার, চাকু, ছোড়া ও চাপাতি রাখার অভিযোগে পৃথক ২টি মামলা দায়ের হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ