পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া শুক্রবার বলেছেন, বিনা উস্কানিতে ভারতীয় সামরিক বাহিনীর যেকোনো তৎপরতার বিরুদ্ধে আত্মরক্ষার্থে তার দেশ জবাব দেবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (ইউএসসেন্টকম), ব্রিটিশ প্রতিরক্ষাপ্রধান (সিডিএস), অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনীর প্রধান (সিডিএফ) এবং সেইসাথে পাকিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও চীনের রাষ্ট্রদূতদের সাথে টেলিফোনে আলাপকালে তিনি এ বার্তা দেন বলে ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্সের (আইএসপিআর) জানিয়েছে। আইএসপিআরের ডিজি মেজর জেনারেল আসিফ গফুর বলেন, টেলিফোনে পাকিস্তান ও ভারতের মধ্যে বিরাজমান অচলাবস্থা ও এই অঞ্চল ও এর বাইরে শান্তি ও স্থিতিশীলতায় এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়। পাকিস্তানের সেনাপ্রধান বলেন, আত্মরক্ষার্থে পাকিস্তান অবশ্যই যেকোনো আগ্রাসনের জবাব দেবে। কয়েক বছরের মধ্যে এখন পাকিস্তান ও ভারত সবচেয়ে কঠিন অচলাবস্থায় রয়েছে। পরমাণু শক্তিধর দেশ দুটির মধ্যকার উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র ও অন্যান্য বৈশ্বিক শক্তি মধ্যস্ততা করছে। নয়া দিল্লির প্রতি শান্তির বার্তা দিতে এবং আঞ্চলিক শান্তির অনুকূলে উত্তেজনা প্রশমন ঘটাতে পাকিস্তান আটক ভারতীয় বিমান বাহিনীর পাইলট অভিনন্দন বর্তমানকে মুক্তি দেয়ার প্রেক্ষাপটে সেনাপ্রধানের এই বক্তব্য প্রকাশ করা হলো। নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তানে প্রবেশ করার পর পাকিস্তান বিমান বাহিনী ভারতীয় সামরিক বাহিনীর দুটি মিগ-২১ সামরিক বিমানকে গুলি করে ভূপাতিত করে। এ সময় ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দনকে গ্রেফতার করে পাকিস্তান। ভারতীয় বিমান দুটিকে গুলি করে ভূপাতিত করার এক দিন পর বৃহস্পতিবার পার্লামেন্টের যৌথ অধিবেশনে আটক পাইলটকে মুক্তি প্রদান করার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার ভারতীয় যুদ্ধবিমানগুলো ভারত সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে পাকিস্তানি শহর বালাকোটের উত্তরে একটি পাহাড়ি বন এলাকায় বোমা ফেলে। এএসএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।