পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ২০১৮ সালের নিরীক্ষিত হিসাব অনুযায়ী পরিচালন মুনাফা বেড়েছে ৪০ শতাংশ। পরিচালন মার্জিন বিগত বছরের তুলনায় ১০ দশমিক ৭ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ১২ দশমিক ১ শতাংশ হয়েছে। একই সঙ্গে সিঙ্গার যথারীতি পরিচালন ব্যয় নিয়ন্ত্রনে কাজ করছে এবং পরিচালন ব্যয় ১৭ দশমিক ৭ শতাংশ হতে হ্রাস পেয়ে ২০১৮ সালে ১৬ দশমিক ৬ শতাংশ হয়েছে। গত বছর বিক্রয় ২৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৩ দশমিক ৭ বিলিয়ন টাকায় উন্নীত হয়েছে। গ্রস মার্জিন বিগত বছরের তুলনায় ২৮ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৮ দশমিক ৫ শতাংশ হয়েছে। কর পরবর্তী মুনাফা ২৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯২০ মিলিয়ন টাকায় উন্নীত হয়েছে এবং শেয়ার প্রতি আয় একই হারে বৃদ্ধি পেয়ে ১২ টাকায় উন্নীত হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি ৩০ শতাংশ ষ্টক ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। শনিবার (০২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সিঙ্গারের আর্থিক সেবা সংক্রান্ত কার্যাবলী যেমনÑওয়েষ্টার্ন ইউনিয়ন, বিকাশ, গ্রামীন এয়ারটাইম রিলোড এবং ইউটিলিটি বিল প্রদান কার্যক্রম মূল্যের দিক থেকে ১৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০১৮ সালে ১ দশমিক ৩ বিলিয়ন টাকায় উন্নীত হয়েছে এবং এসব কার্যক্রমের মাধ্যমে প্রায় ৮ লাখ অতিরিক্ত গ্রাহক পেয়েছে। এছাড়া গত বছর ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড থেকে সিঙ্গার বাংলাদেশকে এএএ (অঅঅ) রেটিং করেছে যা সিঙ্গার এর আর্থিক স্থিতিশীলতারই প্রতিফলন।
অপরদিকে সিঙ্গার রেফ্রিজারেটর ২০১৮ সালে বাংলাদেশের ‘১ নাম্বার রেফ্রিজারেটর ব্র্যান্ড’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্বখ্যাত মার্কেট রিসার্চ প্রতিষ্ঠান নিয়েলসন এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম পরিচালিত জরিপে অংশগ্রহণকারী ভোক্তাগণ সিঙ্গারকে দেশের সবচেয়ে পছন্দের রেফ্রিজারেটর ব্র্যান্ড হিসেবে মনোনিত করেছে।
সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান গ্যাভিন জে ওয়াকার বলেন, বিগত তিন বছরে বিক্রয় বৃদ্ধি পেয়েছে দ্বিগুন এবং আয় বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ৫ গুনেরও বেশী। এই ফলাফল সিঙ্গার বাংলাদেশ লিমিটেডকে বাংলাদেশের নেতৃস্থানীয় আন্তর্জাতিক অ্যাপ্লায়েন্সেস ব্রান্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে। চলতি বছরে দ্রুত সম্প্রসারনশীল ও সম্ভাবনাময় ক্ষেত্রকে কাজে লাগাতে আমরা রিটেইল ও হোলসেল ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছি।
ওয়াকার বলেন, সিঙ্গার ১৯৮৩ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় এবং এখন পর্যন্ত গৃহে ব্যবহার্য সামগ্রীর একমাত্র কোম্পানী হিসেবে ষ্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। সিঙ্গার বাংলাদেশে ব্লু-চিপ বহুজাতিক কোম্পানী হিসেবে সমাদৃত। এছাড়া সিঙ্গার বাংলাদেশ লিমিটেড নৈতিকতা ও কর্পোরেট সুশাসনের মান প্রতিপালনে দৃঢ় প্রতিজ্ঞ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।