Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় কৃষকলীগ নেতা খায়রুল হত্যার প্রতিবাদ

গ্রেফতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৯, ৪:৫৬ পিএম

পাবনার চরশিবরামপুরে কৃষকলীগ নেতা ইঞ্জিনিয়ার খায়রুল হত্যার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১টার দিকে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে আব্দুল হামিদ সড়কে চরশিবরামপুর এলাকাবাসী ও জেলা কৃষকলীগের যৌথ উদ্দ্যেগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পিতার হত্যার বিচার দাবিতে প্লাকার্ড নিয়ে নিহতের শিশু সন্তনরাও মানববন্ধনে ছিলেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নিহত খায়রুলের স্ত্রী শিরিন খাতুন, ভাই আমিরুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি শহিদুর রহমান শহিদ, সাধারণ সম্পাদক তৌফিক হাবিব, সাংগঠনিক সম্পাদক আসলাম হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. তসলিম হাসান এবং অন্যান্য অংশগ্রহণকারীরা । মানববন্ধনে বক্তারা নিহত কৃষকলীগ নেতা খায়রুলের পরিবারের নিরাপত্তার দাবি সহ অবিলম্বে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জানান।
প্রসঙ্গত : গত ৭ ফেব্রুয়ারি পাবনার চরশিবরামপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী আন্দোলন গড়ে তোলার কারণে স্থানীয় মাদক ব্যবসায়ীরা খায়রুল ইসলামের উপর ক্ষুদ্ধ হয়ে তাকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে ও তার দুই পায়ের রগ কেটে হত্যা করা হয়। পাবনা সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুল হক জানান, এই হত্যাকান্ডে ২০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ