Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাষ্ট্রনায়কোচিত পদক্ষেপ : এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

ভারতকে শান্তির প্রস্তাব দেয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। বৃহস্পতিবার টেলিফোনে এরদোগান এই অভিনন্দন জানান। পাকিস্তানের গণমাধ্যম ডন এ খবর প্রকাশ করেছে। বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টে ভাষণে ইমরান খান শান্তির পক্ষে নিজেদের জোরালো অবস্থান ব্যক্ত করেন। ভারতকে শান্তির প্রস্তাব দেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর এমন মনোভাবের প্রশংসা করেছেন এরদোগান। পার্লামেন্টে ভাষণের পর সন্ধ্যায় ইমরান খানকে এরদোগান ফোন করেন। উত্তেজনা কমাতে ও শান্তির পক্ষে কাজ করতে ইমরান ভারতকে যে প্রস্তাব দিয়েছেন, তাকে রাষ্ট্রনায়কোচিত পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন এরদোগান। ইমরান খান পার্লামেন্টের যৌথ অধিবেশনে ঘোষণা দেন, পাকিস্তানের হাতে আটক ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দনকে শুক্রবার মুক্তি দেয়া হবে। শান্তির নিদর্শন হিসেবে তাকে মুক্তি দিচ্ছে পাকিস্তান। ইমরান খান বলেন, আমাদের হাতে একজন ভারতীয় পাইলট বন্দি রয়েছেন। আমরা যে শান্তি চাই, সেই নিদর্শন হিসেবে শুক্রবার আমরা তাকে মুক্তি দেব। ইমরান খানের এই ঘোষণায় দুই দেশের শান্তিপ্রিয় মানুষের মনে স্বস্তি ফিরেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে আন্তর্জাতিক মহলও স্বাগত জানিয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধা সামরিক সিআরপিএফের গাড়িবহরে আত্মঘাতী হামলায় ৪০ জওয়ান নিহত হন। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ এ হামলার দায় স্বীকার করে। ঘটনার ১২ দিন পর গত মঙ্গলবার ভোরে পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে বিমান হামলা চালায় ভারত। পরদিন দুই দেশের সেনাদের মধ্যে কাশ্মীর সীমান্তে গোলা ও গুলিবিনিময় হয়। বুধবার সকালে বালাকোটে হামলার বদলা নেয় পাকিস্তান। এরপর আকাশযুদ্ধে ভারত হারায় দুটি যুদ্ধবিমান। পাকিস্তান বাহিনীর হাতে বন্দি হন দেশটির এক পাইলট। আর পাকিস্তান হারায় একটি যুদ্ধবিমান। ডন।



 

Show all comments
  • মো.নাজ মুল ২ মার্চ, ২০১৯, ৩:৪৯ পিএম says : 0
    ইমরান খান ঠিক করেছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরদোগান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ