মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এবার তুরস্ক ২০২৩ সালে মধ্যে তাদের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ শেষ করবে। বিদ্যুৎ কেন্দ্রটির চারটি পারমাণবিক চুল্লি থেকে ৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান শুক্রবার এ কথা জানিয়েছেন। খবর আনাদোলুর।
এক জনসভায় দেয়া ভাষণে তিনি বলেন, দাক্ষণাঞ্চলীয় প্রদেশ মেরসিনে আক্কুইয়ু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের নির্মাণ কাজ ২০২৩ সালের মে মাস নাগাদ পুরোপুরি শেষ হবে।
তিনি এ কাজে যারা বিনিয়োগ এবং প্রযুক্তি দিয়ে সহায়তা করেছেন তাদের তিনি অভিনন্দন জানান।
তুরস্ক আরও বেশ কয়েকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে বলে জানান এরদোগান। আক্কুইয়ু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের জন্য ২০১০ সালে ১২ মে রাশিয়ার সঙ্গে চুক্তি হয় তুরস্কের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।