পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইনকিলাব ডেস্ক : মোঘল সম্রাট শাহজাহানের অমর প্রেমকীর্তি আগ্রার তাজমহলের সামনে একই স্থানে দুই প্রজন্মের ছবি। সময়, স্থান সবই ঠিক আছে কিন্তু ছবির ভাষাটাই শুধু ভিন্ন। একটিতে ফুটে উঠেছে দাম্পত্যের সুখময় প্রতিচ্ছবি, অন্যটিতে আহত দাম্পত্যের ভেঙে পড়ার পূর্বাভাস। গত শনিবার কেনসিংটন প্যালেস প্রকাশ করে প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস ক্যাথরিনের একটি ছবি। এতে দেখা যায়, তাজমহলকে পেছনে রেখে এর সামনে একটি বেঞ্চে বসা উইলিয়াম ও ক্যাথরিন। ছবিতে তারা বেশ ঘনিষ্ঠ। দেখেই বোঝা যায়, তাদের দাম্পত্য জীবন ভালোবাসায় পূর্ণতা পেয়ে সুখে ভরপুর। ঠিক একই বেঞ্চে বসে ১৯৯২ সালে ছবি তুলেছিলেন উইলিয়ামের মা প্রিন্সেস ডায়ানা। সেই ছবিতে ডায়ানা ও প্রিন্স চার্লস দু’দিকে মুখ করে বসা। মুখে তাদের বিষণœতার ছাপ। ছবির ভাষাকেই বাস্তবতা দিয়ে ওই বছরই তারা পৃথক থাকতে শুরু করেন এবং এর চার বছরের মাথায় তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রথম রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে উইলিয়াম ও ক্যাথরিন ভুটান ও ভারত সফর করেন। তারা এ সময় ভুটান, মুম্বাই, নতুন দিল্লী ও আসামের কাজীরাঙ্গা জাতীয় উদ্যান ঘুরে দেখেন। উইলিয়াম তার পিতা প্রিন্স চার্লসের পর ব্রিটিশ সিংহাসনের দ্বিতীয় উত্তরসূরি। তার মা প্রিন্সেস ডায়ানা ১৯৯৭ সালে প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। আজ ভেঁচে থাকলে তার বয়স হতো ৫৪ বছর। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।