বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের ৮ জোনের ইমাম-খতিম সম্মেলনের অংশ হিসাবে ৮নং জোনের সম্মেলন আজ নারায়নগঞ্জ দারুল উলুম মাদানীনগর মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আল্লামা নুরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন দারুল উলুম মাদানীনগর মাদরাসার মুহতামিম মাওলানা ফয়জুল্লাহ সন্দিপী। প্রধান অতিথির বক্তব্যে আল্লামা নুরুল ইসলাম বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কাদিয়ানীরা মুসলমানদের ঈমান হরণ করছে। পুরো শরীয়ত খতমে নবুয়তের উপর নির্ভরশীল। তাই সরকারকে অবিলম্বে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম সংখ্যালঘু ঘোষণা করতে হবে। সভাপতির বক্তব্যে মাওলানা ফয়জুল্লাহ সন্দিপী বলেন, ঈমান রাখতে হলে খতমে নবুওয়ত মানতে হবে। দ্বীনের প্রচারের চেয়ে দ্বীনের হেফাজত বেশি প্রয়োজন। তিনি বলেন, কাদিয়ানীদের পণ্য ব্যবহার করা মানে ইসলামের সঙ্গে শত্রুতা করা। বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দীন রব্বানী বলেন, মুসলিম পরিচয়ে পাসপোর্ট ব্যবহার করে কাদিয়ানীরা হারামাইন শরীফাইনকে অপবিত্র করছে। তাই সরকারকে এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সম্মেলনে উপস্থিত ছিলেন মক্কীনগর মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু তাহের আল হোসাইনী, আল-মারকাযুল হানাফী বাংলাদেশ এর পরিচালক মুফতী নোমান কাসেমী, মাদানী নগর মাদ্রাসার মুহাদ্দিস নুর মোহাম্মদ, মোহাম্মদী হাউজিং লিমিটেডের পরিচালক মাওলানা মাহবুবুর রহমান, নুরবাগ নূর মসজিদের খতিব মুফতি আব্দুল্লাহ মামুন, শিমরাইল মধ্যপাড়া মসজিদের খতিব মাওলানা ওবায়দুর রহমান, চিটাগাং রোড মার্কেট মসজিদের খতিব মাওলানা ফয়সাল, সিদ্ধিরগঞ্জ ইমাম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা খুরশিদ আলম, মক্কীনগর মাদরাসার নয়েবে মুহতামিম মাওলানা ফয়সাল, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা নুরুল ইসলাম রাহি, মাওলানা রাশেদ বিন নূর, মুফতি মোরশেদ বিন নূর, বাইতুর রহমান জামে মসজিদের খতিব মাওলানা খালেদ বিন নূর প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।