পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অবিলম্বে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে ঈমানী দায়িত্ব পালন করুন। রাসূল (সা.) এর খতমে নবুওয়তের ইজ্জত রক্ষা করা মুুসলমানদের ঈমানী দায়িত্ব। কাদিয়ানীরা ভন্ড নবীর অনুসারী। কুরআন-হাদিসের ভাষায় কাদিয়ানী সম্প্রদায় কাফের। কাফেররা কোন ইসলামী পরিভাষা ব্যবহার করতে পারে না। এরা মুসলমানদের ঈমান হরণ করছে। কাদিয়ানীদের পক্ষে যারা অবস্থান নিবে তাদের বিরুদ্ধে লড়াই চলবে। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা ও তাদের যাবতীয় অপতৎপরতা বন্ধের দাবীতে গত বুধবার বিকেলে রাজধানীর খিলগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক মজলিসে তাহফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ আয়োজিত খতমে নবুওয়ত মহাসম্মেলনে নেতৃবৃন্দ একথা বলেন।
খতমে নবুওয়তের সেক্রেটারী জেনারেল হাফেজ মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী। প্রস্তাবাবলি ও কর্মসূচি পাঠ করেন মহাসম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা হাসান জামিল, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা শেখ মুজিবুর রহমান, মাওলানা মাহবুবুল হক, মাওলানা নোমান কাসেমী, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা মাসউদ আহমদ, মাওলানা আশেকুল্লাহ ও মাওলানা ইউনুস ঢালী।
ভারতের দেওবন্দের আল্লামা আবুল কাসেম নোমানী বলেন, কাদিয়ানীরা যে অমুসলিম সেটা তাদের পরিচয়ের মাধ্যমেই প্রমাণিত। তারা তাদের নামের সাথে আহম্মদীয়া মুসলিম দাবী করে। কোনো মুসলমান কিন্ত মোহাম্মদীয়া মুসলিম দাবী করেন না। আল্লামা জুনাইদ বাবুনগরী বলেন, খতমে নবুওয়ত আক্বীদার হেফাজতের বিষয়ে কোনো আপোস নেই। কাদিয়ানী সম্প্রদায় নিজেদের আহম্মদিয়া জামাত পরিচয় দিয়ে জাতিকে ধোঁকা দিচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।