Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

কারাগারে অর্ধেকই মাদকের আসামি : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩৮ এএম

অবৈধ দখল নিয়ন্ত্রণে অভিযান চলবেই। কোনো অবৈধ দখল আমরা করতে দেব না। এ জন্য প্রয়োজন জনগণের সহযোগিতা। আমাদের কারাগারে ধারণক্ষমতার চেয়েও অনেক বেশি সাজাপ্রাপ্ত আসামি আছে। তাদের মধ্যে প্রায় অর্ধেক মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। গতকাল বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) আয়োজিত নগরভবনের মেয়র মোহাম্মদ হানিফ অডিটরিয়ামে ‘মাদক, সন্ত্রাস ও অবৈধ দখলমুক্ত করতে করণীয় নির্ধারণ’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি আরো বলেন, জঙ্গি-সন্ত্রাস দমনে যেমন সামাজিক আন্দোলনের মাধ্যমে তাদের বিরুদ্ধে অভিযানে আমরা সফল হয়েছিলাম, তেমনি জনগণের সামাজিক সচেতনতার মাধ্যমে আমরা মাদক নিয়ন্ত্রণেও সফল হব। এখানে এক বিন্দুও কাউকে ছাড় দেয়া হবে না। যেসব এলাকা দিয়ে আমাদের দেশে মাদক ঢুকছে সেসব এলাকায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করেছি। তারপরও মাদক ঢুকছে, এসব নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি। বর্ডার এলাকায় সেন্সর লাগানো হচ্ছে, যাতে করে অনুপ্রবেশকারীরা ঢুকতে না পারে। শুধু আইনশৃঙ্খলা বাহিনী এককভাবে কাজ করলে হবে না। জনগণ, জনপ্রতিনিধিদের এ বিষয়ে সচেতন হতে হবে, নাগরিক আন্দোলন গড়ে তুলতে হবে।
আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, কক্সবাজারে মাদক ব্যবসায়ীরা আত্মসমর্পণ করেছেন। অন্য জেলাগুলোতেও এমনভাবে মাদক ব্যবসায়ীদের মাদক ব্যবসা থেকে ফিরেয়ে এনে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে চাই।
তাই মাদক ব্যবসায় যারা জড়িত তারা এ পথ ছেড়ে ভালো পথে আসুন এবং সঠিক জীবনযাপন করুন। আর যেসব এলাকায় মাদক ব্যবসা আছে সেসব তথ্য স্থানীয় থানায় জানান, কাজ না হলে পুলিশ কমিশনারকে জানান, তারপরও যদি কাজ না হয় আমার কাছে আসুন। আমরা কঠোরভাবে এই মরণ ঘাতক মাদককে নিয়ন্ত্রণ করবই।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহম্মাদ ফেরদৌস খান, সুরক্ষা সেবা বিভাগের সচিব শহিদুজ্জামান, জাতীয় মাদক দ্র্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সদস্য অধ্যাপক ডা. অরুপরত্ম চৌধুরী, মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মুহিত কামালসহ বিশিষ্ট ব্যক্তি ও ডিএসসিসির ওয়ার্ড কাউন্সিলররা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ