বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
একটি ওয়ানশুটার গানসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে নগরীর কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার মোর্শেদুল আলম (২৪) সাতকানিয়ার বিল্লাপাড়ার মোঃ জামাল হোসেনের পুত্র এবং মোঃ আব্দুল আজিজ (৩১), কর্ণফুলী থানার দক্ষিণ শিকলবাহা গ্রামের মরহুম মিরাজ আহম্মদের পুত্র।
র্যাব জানায়, খবর আসে তারা মইজ্জার টেক আমীর স্যানেটারী দোকানের সামনে সন্ত্রাসী কার্যকলাপ ঘটানোর উদ্দেশ্যে অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে। এ খবর পেয়ে র্যাব-৭ চট্টগ্রামের একটি চৌকষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাদের পাকড়াও করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত রয়েছে বলে স্বীকার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।