Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

অভ্যন্তরীণ টার্মিনালের ২৩ জনকে প্রত্যাহার

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ৯:৪৯ এএম | আপডেট : ৯:৩৩ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯

বিমান ছিনতাই চেষ্টা ঘটনায় অভ্যন্তরীণ টার্মিনালের বিভিন্ন পর্যায়ের ২৩ জন কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এ তালিকায় দায়িত্বপালনরত নিরাপত্তারক্ষীর সংখ্যাই বেশি। এ বিষয়ে বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও সচিব মহিবুল হককে ডেকে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল নিজ দপ্তরে ডেকে তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় সিভিল এভিয়েশন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সঙ্গে আলাপ করে জানা গেছে, মন্ত্রী ও সচিব দেখা করার সময় গত সোমবার বিমান মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে দেয়া কিছু বক্তব্য নিয়ে উষ্মা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিমান হাইজ্যাকের বিষয়ে সংযত হয়ে কথা বলার নির্দেশনা দেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, বিমান ছিনতাই চেষ্টা ঘটনায় দায়ের হওয়া মামলা তদন্তের ভার দেয়া হয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটকে। তদন্তে নেমে তারা প্রথমেই আলামত হিসেবে বিমানটি জব্দ করে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের জিম্মায় দিয়েছে।

এ জন্য বিমানের সিডিউলে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। বিমানের প্রতিদিন গচ্চা যাচ্ছে কয়েক লাখ টাকা। কবে নাগাদ উড়োজাহাজটি অপারেশন চালাতে পারবে নিশ্চিত করে জানাতে পারেন নি বিমানের কর্মকর্তারা। এদিকে চট্টগ্রামে বিমান ছিনতাইয়ের চেষ্টা ঘটনার পর অভ্যন্তরীণ রুটে বিমান ভ্রমণের জন্য যাত্রীদের ছবি সংবলিত আইডি কার্ড বা পরিচয়পত্র দেখানোর বিষয়ে নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

এ বিষয়ে গত সোমবার বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল নাইম হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশ জারি করা হয়। এতে বলা হয়, নিরাপত্তার স্বার্থে এখন থেকে বোর্ডিং পাস সংগ্রহের আগেই বাধ্যতামূলকভাবে যাত্রীদের বৈধ জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা কর্মস্থলের পরিচয়পত্র দেখাতে হবে। ফটো আইডি ছাড়া বোর্ডিং কার্ড প্রদান না করতে এয়ারলাইন্সগুলোকেও কড়া নির্দেশ দেয়া হয়েছে।
বর্তমানে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বেসরকারি সংস্থা বিমান ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার ও রিজেন্ট এয়ারওয়েজ নিয়মিতভাবে ফ্লাইট পরিচালনা করছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রত্যাহার

৩১ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ