বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাহী প্রকৌশলীসহ চারজনকে শোকজ করেছেন মেয়র। আগামী তিনদিনের মধ্যে এই শোকজের জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে সংশ্লিষ্টদের। গত সোমবার এই শোকজ নোটিশ দেয়া হয়েছে বলে সিসিক সূত্র জানিয়েছে। শোকজপ্রাপ্তরা হলেন- সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর, সহকারী প্রকৌশলী অরবিন্দ দেব, উপ সহকারী প্রকৌশলী লিপু সিংহ ও কার্য সহকারী মোহাম্মদ ঈসা। সিসিক সূত্রে জানা যায়, নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের চালিবন্দর এলাকার একটি ছড়া সংস্কার ও উদ্ধারের কাজ পরিদর্শনে যান মেয়র আরিফুল হক চৌধুরী। গত সোমবার পরিদর্শনে গিয়ে কাজের নিম্নমান দেখে উন্নয়ন কাজটি স্থগিত করে দেন। কাজে অনিয়ম, দায়িত্বে অবহেলা ও গাফিলতির দায়ে মেয়র ওইদিনই চার জনকে শোকজ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।