প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ঢাকার পরিবেশ ও গল্প নিয়ে বেশ কয়েক মাস আগে ঢাকা নামে হলিউডের একটি সিনেমার শূটিং শুরু হয়। তখন থেকে দর্শকদের অপেক্ষা ছিল কবে সিনেমাটির শূটিং ঢাকায় হবে। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে সিনেমাটির শূটিং হয়েছে। ফেব্রæয়ারির ১৭ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত পাঁচদিন পুরনো ঢাকায় এবং সংসদ ভবন এলাকায় হয়েছে সিনেমাটির শূটিং। তবে কৃত্রিম সেট বানিয়ে এই সিনেমার বেশিরভাগ অংশের দৃশ্যধারণই হয়েছে বিদেশে। ভারতের আহমেদাবাদ এবং থাইল্যান্ডের ব্যাংকক শহরে বেশিরভাগ শূটিং হয়। এর জন্য ঢাকার আদলে বানানো হয় ছোট্ট একটি শহরও। কেনা হয় চারশর বেশি বাস, ট্রাক আর লেগুনা। সিনেমাটির এক ক্রু জানিয়েছেন, সিনেমাটির পরিচালক স্যাম হারগ্রেভ বিশাল বহর নিয়ে ঢাকায় এসেছিলেন। পাঁচ দিনে সংসদ ভবন এলাকাসহ ঢাকার বিভিন্ন রাস্তায় দৃশ্যধারণ করেছেন তারা। গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এবং বাবুবাজার ব্রিজে দুটো মারপিটের দৃশ্যও ক্যামেরাবন্দী করা হয়েছে। রয়েছে পুরনো ঢাকার চিপাগলিতে দৌড়ের দৃশ্যও। গত বছরের আগস্টে ঢাকা শিরোনামের সিনেমাটি নির্মাণের ঘোষণা দিয়েছিল নেটফ্লিক্স। এতে নায়ক হিসেবে অভিনয় করেছেন হলিউডের ক্রিস হেমসওর্থ। জো রুশো ও অ্যান্থনি রুশোর প্রযোজনায় এটি নির্মাণ করছেন স্যাম হারগ্রেভ। বাংলাদেশের রাজধানী ঢাকাকে ঘিরেই তৈরি হয়েছে এর গল্প। অ্যাকশন ধাঁচের সিনেমাটিতে অপহৃত একটি শিশুকে ঢাকা থেকে উদ্ধার করবেন হেমসওর্থ। সিনমোটিতে হেমসওর্থের চরিত্রটি শারীরিকভাবে অনেক শক্তিস¤পন্ন হলেও মানসিকভাবে থাকবে ভঙ্গুর। ঢাকায় এসে তিনি নিজের আত্মপরিচয়ও খুঁজে পাবেন। সিনেমাটিতে ইরানি অভিনেত্রী গুলসিফতেহ ফারহানি অভিনয় করবেন বাংলাদেশী নারীর চরিত্রে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।