মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভেনিজুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপের পরিণতির বিষয়ে ওয়াশিংটনকে সতর্ক করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গ্যাং শোয়াং বলেছেন, ভেনিজুয়েলার সরকার ধৈর্য্যের সঙ্গে সেদেশের চলমান সংকট নিরসনের চেষ্টা করছে।এ অবস্থায় মার্কিন সামরিক হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও সংঘাতময় ও উত্তেজনাপূর্ণ করে তুলবে। স¤প্রতি আমেরিকা আবারও ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর চীন এ বিষয়ে হুঁশিয়ারি দিল। চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। স¤প্রতি ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইদো নিজেকে দেশটির অন্তর্র্বতী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেন। তার এ ঘোষণাকে তাৎক্ষণিকভাবে স্বীকৃতি দেয় আমেরিকাসহ বিশ্বের আরো কিছু দেশ। তবে ইরান, রাশিয়া ও চীনসহ বিশ্বের বহু দেশ ভেনিজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সমর্থন ব্যক্ত করেছে। মাদুরো আমেরিকাকে তার দেশের সংকটের মূল কারণ বলে ঘোষণা করেছেন। অপর এক খবরে বলা হয়, ভনেজুয়েলা দখল করতে যুক্তরাষ্ট্রকে ব্রাজিলের আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির কর্তৃপক্ষ। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।