বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত, বাংলাদেশের উদ্যোগে ঢাকা ৫ নং জোনের ইমাম-খতিব সম্মেলন গতকাল সায়েদাবাদ বাইতুন নুর মাদরাসায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারী জেনারেল আল্লামা নুরুল ইসলাম। সভাপতিত্ব করেন বেফাক মহাসচিব ও ফরিদাবাদের মুহতামিম আল্লামা আব্দুল কুদ্দুস। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একজন মুসলমান মুসলিম হওয়ার কারণেই খতমে নবুওয়ত আন্দোলন করতে বাধ্য। যতদিন মুসলমান থাকবে ততদিন খতমে নবুওয়ত আন্দোলন করতে হবে। অন্যান্য ইমাম-খতিবগণ বলেন, আল্লামা শাহ আহমদ শফির নেতৃত্বেই কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করা হবে। প্রতিটা মসজিদকে একেকটি কাদিয়ানী বিরোধী কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। খতমে নবুওয়তের ব্যাপারে বাংলাদেশের সকল মুসলমান ঐক্যবদ্ধ। ইমাম সম্মেলনে কাদিয়ানিদের সকল পণ্য বর্জন করার আহ্বান জানানো হয়। সম্মেলনে আগামী মাসে অনুষ্ঠিতব্য ঢাকার ৮টি জোনে খতমে নবুওয়ত সম্মেলন এবং ঢাকার মহাসম্মেলন সফল করার জন্য ওলামা-মাশায়েখ, ইসলামি নেতৃবৃন্দ এবং দেশের প্রতিটি মুসলমানকে প্রস্তুতি গ্রহণের আহ্বান করা হয়।
ইমাম সম্মেলনে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন ফরিদাবাদ মাদরাসার মুহাদ্দিস মুফতি নুরুল আমিন, বাইতুন নুর মাদ্রাসার মুহতামিম মুফতি মনিরজ্জামান, যুগ্ম মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রব্বানী, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী, সেগুনবাগিচা কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল কাইউম সোবহানী, জুরাইন কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি হাফিজ আহমদ, জাতীয় ইমাম সমাজ যাত্রাবাড়ী শাখার সভাপতি আব্দুর রশিদ, জামিয়া রহমানিয়া দারুল ইসলাম কাজলার মুহতামিম মুফতি ওজায়ের আমিন, যাত্রাবাড়ী মারকাজ মসজিদের খতিব মাওলানা আনোয়ার, খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার শিক্ষক, মাও: রাশেদ বিন নুরসহ যাত্রাবাড়ি, ডেমরা, শ্যামপুর, কদমতলী, সূত্রাপুর, কোতয়ালী থানার ইমাম-খতিব ও ওলামায়ে কেরাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।