Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডাকসু নির্বাচনে ছাত্রলীগের ক্ষুব্ধ অংশের আলাদা প্যানেল ঘোষণা

ঢাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১:০৪ পিএম | আপডেট : ১:৩৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সোহান খানকে সহসভাপতি (ভিপি) এবং আমিনুল ইসলাম বুলবুলকে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী করে আলাদা প্যানেল ঘোষণা করেছে ছাত্রলীগের ক্ষুব্ধ একটি অংশ। 
সোমবার (২৫ ফেব্রুয়ারি) মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্যানেল ঘোষণা করা হয়।


বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক শিক্ষার্থী'দের এই প্যানেল ঘোষণা করা হয়।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগের পক্ষ থেকে ভিপি ও জিএস পদে মনোনয়ন দেয়া হয় যথাক্রমে বর্তমান সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রব্বানীকে।
তবে, এই মনোনয়নে ছাত্রলীগের সাবেক নেতৃত্বদের একটি অংশ ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা দাবি করেন বাংলাদেশ ছাত্রলীগের যে প্যানেলটি ঘোষণা করা হয়েছে, এতে সাধারণ শিক্ষার্থীদের ভোট ব্যাংকের বিষয়টি মাথায় না রেখে পকেটম্যানদের দিয়ে প্যানেল ঘোষণা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকসু নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ