প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১০টি বিভাগে অস্কার মনোনয়ন পেয়ে শ্রেষ্ঠ পরিচালক বিভাগসহ ৯১তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তিনটি অস্কার পেয়েছে ‘রোমা’। একজন আফ্রিকান-আমেরিকান মিউজিশিয়ান আর তার ইতালীয় বংশোদ্ভুত শোফার-দেহরক্ষীর বন্ধুত্বের বাস্তব গল্প অবলম্বনে নির্মিত ‘গ্রিন বুক।
কিংবদন্তীসম ব্রিটিশ ব্যান্ড কুইনের গায়ক ফ্রেডি মারকারির ভূমিকায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে অস্কার জয় করেছেন মিশরী বংশোদ্ভুত রামি মালেক। চলচ্চিত্রটি পাঁচটি মনোয়ন পেয়ে ৪ বিভাগে অস্কার জয় করেছে।
‘দ্য ফেভারিট’ চলচ্চিত্রে অষ্টাদশ শতাব্দির প্রথম দিকের জটিল এক পরিস্থিতিতে ব্রিটেনের রানি অ্যানের ভূমিকায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে অস্কার জয় করেছেন অলিভিয়া কোলম্যান।
পরে ‘ইফ বিয়েল স্ট্রিট কুড টক’ চলচ্চিত্রে নীতিতে অবিচল মা শ্যারন রিভার্সের ভূমিকায় অভিনয়ের জন্য পার্শ্ব অভিনেত্রী বিভাগে সন্ধ্যার প্রথম অস্কারটি হাতে তুলে নেন রেজিনা কিং। ‘গ্রিন বুক’ চলচ্চিত্রে বিশ্বখ্যাত পিয়ানোবাদক ডন শার্লির ভূমিকায় অভিনয়ের জন্য মাহারশালা আলি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে অস্কার জয় করেন; গত বছর তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে অস্কার জয় করেছিলেন।
২২ জানুয়ারি বেভারলি হিলসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে অস্কার মনোয়ন ঘোষণা করা হয়। হলিউডের সুপরিসর ডলবি থিয়েটারে আজ (সোমবার) বাংলাদেশ সময় সকাল ৭টা (যুক্তরাষ্ট্রে রবিবার প্যাসিফিক মান সময় বিকাল ৫টা, ২৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হয় অস্কার নামে সমধিক পরিচিত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। প্রথমেই ফ্রেডি মারকারি ছাড়া কুইন বয্ন্ড আর অ্যাডাম ল্যাম্বার্ট ‘উই উইল রক ইউ’ এবং ‘উই আর দ্য চ্যাম্পিয়ন্স’ গান দিয়ে মূল অস্কার অনুষ্ঠঅন শুরু করেন। ১৯৮৯ সালের পর আরেকবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান হচ্ছে কোনও প্রধান উপস্থাপক ছাড়া। কথা ছিল কেভিন হার্ট উপস্থাপনা করবেন কিন্তু সমকামিতা বিদ্বেষী মন্তব্যের কারণে সমালোচিত হবার পর তিনি দায়িত্ব ছেড়ে দেন।
এবিসি নেটওয়ার্ক ৯১তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে। উপমহাদেশের দর্শকদের জন্য স্টার মুভিজ অনুষ্ঠানটির সরাসরি দেখিয়েছে।
যারা বা যে চলচ্চিত্র অস্কার পেয়েছে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।