পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
মিসরে ৯ জনকে ফাঁসি দেয়ায় দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির কড়া সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, সিসির মত ব্যক্তির সঙ্গে তিনি কখনোই কথা বলতে চান না। শনিবার সিএনএন তুর্কিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, সিসি মিসরের ৯ তরুণকে স¤প্রতি ফাঁসিতে ঝুলিয়েছে। এটি কিছুতেই গ্রহণযোগ্য নয়। ‘এখানে মিসরের প্রেসিডেন্টের পক্ষের একজন মধ্যস্থতাকারী প্রায়ই আমার কাছে এসে সিসির সঙ্গে কথা বলতে অনুরোধ করেন। আমি তাকে স্পষ্ট বলে দিয়েছি, তার (সিসি) মত রাষ্ট্রপ্রধানের সঙ্গে আমি কখনোই কথা বলব না’-যোগ করেন এরদোগান। ২০১৩ সালে মিসরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে হটিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করেন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ সিসি। তিনি মুসলিম ব্রাদারহুড নেতা মুরসিসহ তার দলের জ্যেষ্ঠ নেতাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাবন্দি করে রেখেছেন। এরপর থেকে মিসরের সঙ্গে তুরস্কের সম্পর্ক তলানিতে। সম্প্রতি মুসলিম ব্রাদারহুড সমর্থক ৯ তরুণের মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেয় মিসরের আদালত। পরে গত বুধবার তাদের সাজা কার্যকর করা হয়।এর নিন্দা জানিয়ে এরদোগান বলেন, মিসর সরকার প্রধান হয়তো বলতে চাইবে আদালত তাদের (৯ তরুণ) সাজা দিয়েছে। কিন্তু দেশটিতে আদালত, বিচারবিভাগ ও নির্বাচন সব একজনের হুকুমে চলে।দেশটিতে একনায়কতন্ত্র ও সর্বাত্মকবাদ চলছে।আমরা এর নিন্দা জানাই। সেই সঙ্গে মুসলিম ব্রাদারহুডের সব রাজবন্দীর মুক্তির দাবি জানাই।প্রসঙ্গত, মিসরে শয়ে শয়ে মুরসি সমর্থককে প্রাণদণ্ড দেয়া হয়েছে। এমনকি মুরসিকেও বিচারের মুখোমুখি করা হয়েছে। এর আগে অপর এক খবরে বলা হয়, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান বলেছেন, আমি রাজনীতি করি জনগণের দোয়া ও আশীর্বাদ পাওয়ার জন্য। ক্ষমতা, ঐশ্বর্য এবং পদ-পদবির জন্য রাজনীতি করি না, দেশবাসীর সেবা করাই আমার রাজনীতির প্রধান লক্ষ্য। শুক্রবার তুরস্কে একটি নির্বাচনী গণসমাবেশে বক্তৃতাকালে এরদোগান এসব কথা বলেন। আগামী ৩১ মার্চ অনুষ্ঠেয় তুরস্কের স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই সমাবেশে তুর্কি প্রেসিডেন্ট জনগণের উদ্দেশে ক্ষমতাসীন দল একে পার্টির বিজয় কামনা করে দলটির উন্নয়নমূলক নানান কর্মকাণ্ড তুলে ধরেন। এ সময় প্রভাবশালী এ মুসলিম নেতা বলেন, ২০২৩ সালে আধুনিক তুরস্কের শততম বার্ষিকী উদযাপনের আগেই দেশকে আমরা বিশ্ব অর্থনীতিতে শক্তিশালী ১০টি দেশের তালিকায় উন্নীত করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এছাড়া, ইস্তাম্বুল বিজয়ের ৬ শত বছর পূর্তি এবং সেলজুকী সুলতান আলাব আরসালানের নেতৃত্বে বাইজান্টাইনীয়দের বিপক্ষে বিজয়ের ১ হাজার বছরকে সামনে রেখে ২০৫৩ এবং ২০৭১ সালে পৃথক পৃথক স্মরণসভা উদযাপনের লক্ষ্য রয়েছে। এগুলো করার উদ্দেশ্য হলো, আমাদের সন্তান এবং ভবিষ্যত প্রজন্মের মাথায় যেন সঠিক ইতিহাসের বীজ বপন করা যায় এবং তারা স্বপ্নের একটি সুন্দর ভবিষ্যৎ লাভ করে। সিএনএন, তুর্কি প্রেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।