Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাটমোহরে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৫

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ৬:৫২ পিএম

জমি নিয়ে বিরোধের জেরে পাবনার চাটমোহরে দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, উপজেলার ছাইকোলা সরদারপাড়া গ্রামের চাচাতো ভাই আরশেদ আলী মোল্লা ও চাঁদ আলী মোল্লার মধ্যে বিবাদমান জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। শনিবার সকালে বিরোধপুর্ন জমিতে মাটি ফেলছিলো চাঁদ আলীর লোকজন। এ সময় আরশেদ আলী মাটি ফেলতে নিষেধ করলে তারা চলে যায়। পরে রাতে চাঁদ আলী তার লোকজন নিয়ে আরশেদ আলীর বাড়িতে গিয়ে অতর্কিত হামলা চালালে সংঘর্ষ বাধে। দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়। গুরুতর আহত ১০ জনকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন-ইব্রাহিম মোল্লার ছেলে শাহেদ মোল্লা (২৫), মৃত ওমেদ আলী মোল্লার ছেলে আরশেদ আলী মোল্লা (৫৪) ও কাসেম মোল্লা (৮০), আরশেদ আলী মোল্লার ছেলে আব্দুল খালেক মোল্লা (৩০), আবুল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (৩৫), মৃত নুরু বক্স মোল্লার ছেলে আব্দুস সাত্তার মোল্লা (৬০), আফসার আলীর ছেলে শাহ আলম (৩০), জান মাহমুদ মোল্লার স্ত্রী ফরিদা খাতুন (৪৫), ইব্রাহিম আলীর স্ত্রী শাহেনা খাতুন (৪৫) ও আবু মোল্লার স্ত্রী ময়না খাতুন (৪৫)। এ বিষয়ে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসীর উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষে আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ