বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাম্প্রতিক সময়ে সিলেট নগরী ও শহরতলিতে ঘটেছে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। অতিসম্প্রতি সিলেট নগরে এক নারী পুলিশ সদস্যও ছিনতাইয়ের শিকার হয়েছিলেন। পরে সিসিক্যামেরার সহায়তায় ওই ছিনতাইকারীকে আটক করতে সমর্থ হয় পুলিশ। এর প্রায় দেড় বছর আগে নগরীর হাউজিং এস্টেট রাস্তার মুখেও ছিনতাইয়ের দৃশ্য ধরা পড়ে সিসিক্যামেরাতে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ছিনতাইরোধে সিসিক্যামেরা বড় ভূমিকা রাখবে বলে মনে করেন আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিতরা। জনপ্রতিনিধিরাও চান নগরের প্রতিটি গুরুত্বপূর্ণস্থানে স্থাপন করা হোক সিসিক্যামেরা। আর এরই ধারাবাহিকতায় পররাষ্ট্রমন্ত্রী ড. এম এ মোমেনের মুখ থেকেও নতুন করে আসলো সিসিক্যামেরা স্থাপনের বার্তা। তিনি জানিয়েছেন ছিনতাইরোধে পুরো নগরজুড়ে স্থাপন করা হবে সিসিক্যামেরা।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এমপি জানিয়েছেন, ‘সিলেট হবে দেশের প্রথম ডিজিটাল নগর। সিলেট ডিজিটাল নগরী করতে তিন ধাপে কাজ করা হবে। এতে আধুনিকায়নের সাথে সাথে নগরবাসীর সুযোগ সুবিধা বাড়বে। নগরবাসী ফ্রী ওয়াইফাই সেবা পাবে। সিলেটে ছিনতাই বন্ধ করতে দেড় হাজার সিসি ক্যামেরা লাগানো হবে। সিসি ক্যামেরা লাগালে নগরীতে আর ছিনতাই ঠেকানো সম্ভব হবে। ছিনতাইকারীদের দ্রুত আইনের আওতায় আনা যাবে। এছাড়া অন্যান্য অপরাধও নিয়ন্ত্রণ করা যাবে। সিলেট সিটি কর্পোরেশন বেশ আগ্রহী তাদের সাথে আলাপ হয়েছে। তারা তাদের প্রকল্প জমা দিয়েছে।’
সিলেট নগরের মিরাবাজারে একটি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে এমন তথ্যই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন একথা বলেন।
শনিবার মিরাবাজারস্থ মডেল হাইস্কুলের অনুষ্ঠানে তিনি আরোও বলেন, একটা দেশের মুল সম্পদ দুইটি- মানবসম্পদ ও পানিসম্পদ। তাই এই সম্পদগুলোর সুষ্টু ব্যবহার না করলে দেশের ক্ষতি হবে। পানির অব্যবস্থাপনায় যেমন দেশে বন্যা জ্বলোচ্ছাস দেখা দেয় তেমনি মানব সম্পদকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে না তোললে দেশ বিরাট ক্ষতির সম্মুখীন হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে ৩ লাখ ৫৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্টবোর্ড স্থাপন করার উদ্যোগ নিয়েছে সরকার। আমরা চাই স্মার্টবোর্ড এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা নিদিষ্ট বিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বিশ্বমানের শিক্ষার প্রসার ঘটবে দেশে।
তিনি স্কুলের প্রস্থাবিত ৬ তলা ভবনকে ১০ তলা ভবন করতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সিলেটের শিক্ষার প্রসার ঘটাতে ১২২টি শিক্ষা প্রতিষ্টানকে অনুদান দেবে সরকার। সিলেট আর শিক্ষাক্ষেত্রে পিছিয়ে থাকবে না।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. পিয়ারা বেগম পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা জানান।
বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক জাকির হোসেনের সভাপতিত্বে অনষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. মুদাচ্ছের আলী, রুপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যন ড. আহমদ আল কবির, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।