বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অন্তত আড়াই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। সকাল ১০টা থেকে উপজেলার কালঘড়া হাফিজুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এই চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসক মোঃ মনির হোসেন ও চিকিৎসক আয়েশা সিদ্দিকার তত্বাবধানে ২৪ সদস্য বিশিষ্ট চিকিৎসক দল মেডিসিন, নাক-কান-গলা, শিশু ও চর্মরোগসহ বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসা শেষে রোগীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এক আলোচনা সভায় চিকিৎসক মোঃ মনির হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশলী বিশ^বিদ্যালয়ের সাবেক ডীন ফারুখ আহমেদ মিলন, সিলেট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর তাহমিনা খান, নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাবিবুর রহমান প্রমূখ। দিনব্যাপী এই চিকিৎসা শিবিরের আয়োজন করে রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।