Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএস সংকট নিরসনের সক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই

প্রকাশের সময় : ১৬ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা জেমস আর ক্লেপার স্বীকার করেছেন যে, মধ্যপ্রাচ্য থেকে সন্ত্রাসবাদ দূর করার বা আইএস সংকট নিরসনের সক্ষমতা ওয়াশিংটনের নেই। আইএস বিরোধী লড়াই কয়েক দশক ধরে চলতে পারে বলেও আভাস দিয়েছেন তিনি। প্রভাবশালী মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের সঙ্গে আলাপের সময়ে এসব কথা বলেন তিনি। অর্ধ শতকের বেশি সময় ধরে মার্কিন গোয়েন্দা সার্ভিসে নিয়োজিত ক্লেপার সাংবাদিকদের কাছে স্বীকার করেন, মধ্যপ্রাচ্যে চলমান উগ্রবাদ বিরোধী লড়াইয়ের কোনো পদ্ধতি মার্কিন কর্মকর্তাদের জানা নেই। এ ছাড়া, মধ্যপ্রাচ্যে বিরাজমান সমস্যাগুলোকে যুক্তরাষ্ট্র অনেকটা খাটো করে দেখেছে বলেও এ সময়ে স্বীকার করেন তিনি। এছাড়া সহজলভ্য অস্ত্রশস্ত্র এবং অর্থনৈতিক সংকট এ সব সমস্যার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যা ধারণা করেছিল আইএস বিরোধী লড়াই তার চেয়ে অনেক বেশি ধীর গতিতে চলছে।
ইরাকের মসুলে আইএসের শক্তিশালী ঘাঁটি চলতি বছর হয়ত মুক্ত করা সম্ভব হবে না বলেও জানান তিনি। এর আগে এক খবরে বলা হয়, দক্ষিণাঞ্চলীয় ইরাকে জিহাদিগোষ্ঠী আইএসের গুলিবর্ষণে মার্কিন নৌ কমান্ডো সিলের এক সদস্য নিহত হয়েছে। কুর্দি পেশমারগা বাহিনীতে উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন নিহত সিল সদস্য চার্লি কেটিং। কেটিং নিহত হওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টন কার্টার। প্রসঙ্গত, এর আগেও দুই মার্কিন সৈন্য আইএসের গুলিতে নিহত হয়। ইরাকি কুর্দি অঞ্চলের রাজধানী আরবিলের কাছে গুলিতে এ সেনা নিহত হয়েছে বলে জানান কার্টার। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, মসুলের উত্তরের ফ্রন্টলাইনে পেশমারগা বাহিনীর প্রতিরক্ষা লাইন ভেদ করে জিহাদিরা ঢুকে পড়লে ৩১ বছর বয়সি কেটিং নিহত হয়। উল্লেখ্য, ২০১৪ সালে মার্কিন নেতৃত্বাধীন জোট আইএস বিরোধী অভিযান শুরুর পর থেকে এ নিয়ে ইরাকে তিন সেনা নিহত হলো। মার্কিন জোটের কথিত অভিযান ও বিমান হামলা সত্ত্বেও ইরাকের দক্ষিণ এবং পশ্চিমে বিশাল অঞ্চল এখনো নিয়ন্ত্রণ করছে আইএসআইএল। ওয়াশিংটন পোস্ট, আইআরআইবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইএস সংকট নিরসনের সক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ