প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: গত ৩১ ডিসেম্বর সঙ্গীতশিল্পী সালমা দ্বিতীয়বারের মতো বিয়ে করেন। নতুন সংসারে তিনি বেশ ভাল আছেন বলে জানান। নতুন সংসার জীবন এবং মেয়েকে নিয়ে তিনি বলেন, নতুন সংসারে অনকে ভালো আছি। সবাই আমাকে খুব সার্পোট করছেন। মেয়ে আমার সাথেই থাকে। আগে আমার প্রোগ্রামগুলোতে আমার বাবার বাড়ির লোকজন সাথে থাকতো। এখন আমার শশুর বাড়ীর লোকজন থাকে। এই বিষয়টা আমি খুব উপভোগ করি। আমি নতুন পরিবারে এসে খুব ভালো আছি। সালমার স্বামী বিদেশে লেখাপড়া করছেন। সালমা দেশেই শশুর বাড়িতে থাকছেন। সালমা বলেন, ওর লেখপড়া শেষ হতে আরো তিন থেকে চার মাস লাগবে। সে পড়াশোনা শেষে করে দেশে আসবে। ওর আসার পর আমিও লেখাপড়ার জন্য দেশের বাইরে যাব এমন পরিকল্পনা আছে। আমার স্বামী খুব ভালো মনের একজন মানুষ। সে চায় আমি যেন গানের জগতের শীর্ষস্থানে যেতে পারি। এ জন্য সে আমাকে সব সময় সার্পোট করে। বর্তমান ব্যস্ততা নিয়ে সালমা বলেন, বর্তমানে স্টেজ প্রোগ্রাম নিয়ে খুব ব্যস্ত সময় পার করছি। এক জেলা থেকে অন্য জেলায় দৌড়াতে হচ্ছে। আর নতুন কিছু গান রেকর্ডিং করেছি, খুব শীঘ্রই প্রকাশিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।