ইবি ভিসির অফিসে তালা, অডিও ক্লিপ বাজিয়ে আন্দোলন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের অডিও ফাঁসের ঘটনায় তৃতীয় দিনেও ভিসি
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস-২০১৯ পালন করছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় সংগীতের তালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যসূচী উদ্বোধন করেন টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মো. আবুল কাশেম। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, বুটেক্স ছাত্রলীগ এবং সাধারন শিক্ষার্থীরা প্রভাতফেরিতে অংশ নেয়। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, সকল ডীন ও বিভাগীয় প্রধানদের নিয়ে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মো. আবুল কাশেম। পরবর্তীতে আলোচনা সভায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা। বুটেক্স ছাত্রলীগের সাধারন সম্পাদক মাঈনুল ইসলাম লিংকনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর মো. আবুল কাশেম। বক্তব্য রাখেন বুটেক্স ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম সাকিব, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক অধ্যাপক ডক্টর ফরহাদ হোসেন এবং কর্মকর্তা-কর্মচারী সমিতির নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, ৫২’র ভাষা আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতার স্বপ্নের বীজ বপিত হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৭১ এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে তার সফল পরিসমাপ্তি হয়। আর বর্তমান সময়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন পূরনে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত বিশ্বের কাতারে দাঁড়াতে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে বুটেক্স পরিবার সবসময় সচেস্ট থাকবে বলে বক্তব্য রাখেন ভিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।