Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুটেক্স শিক্ষক সমিতির নির্বাচনে পিএসপির বিজয়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন-২০২১-এ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে প্রগতিশীল শিক্ষক পরিষদ বা পিএসপি। সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৯ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেলেই জয় পেয়েছে পিএসপি। সভাপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. শাহ্ আলিমুজ্জামান। ৫৬-৪১ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী ফ্যাকাল্টি অব সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. সেখ মো. মমিনুল আলমকে হারিয়ে নির্বাচিত হয়েছেন তিনি।

প্রগতিশীল শিক্ষক পরিষদের প্যানেল থেকে সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন।

গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন বুটেক্স শিক্ষক সমিতি (বাটেবিশিস) নির্বাচন-২০২১ এর আহবায়ক এবং ফেব্রিক ইঞ্জিনিয়ারি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক শিল্পী আক্তার।

৯ সদস্যের পিএসপি প্যানেলে সহ-সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. উম্মুল খায়ের ফাতেমা, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সেলিমা সুলতানা শিমু, কোষাধ্যক্ষ হিসেবে পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাসিনা আখতার, শিক্ষা ও সেমিনার বিষয়ক সম্পাদক হিসেবে সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্বাস উদ্দীন শায়ক, সমাজ কল্যান সম্পাদক সহকারী অধ্যাপক মো. মাহ্মুদুল হাসান। এছাড়া একই প্যানেল থেকে দুজন নির্বাহী সদস্যও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন সহকারী অধ্যাপক ড. অনুপ কুমার দত্ত এবং সহকারী অধ্যাপক মো. জাওয়াদ ইবনে আমিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ